ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

ফুটবল

মেক্সিকোর ক্লাবে যোগ দিলেন রামোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, ফেব্রুয়ারি ৭, ২০২৫
মেক্সিকোর ক্লাবে যোগ দিলেন রামোস ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজি হয়ে সেভিয়া গিয়েছিলেন। সেই ক্লাব ছেড়ে অনিশ্চয়তায় দিন কেটেছিল সের্হিও রামোসের।

তবে এবার সেটি কাটলো। ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন রিয়ালের এই কিংবদন্তি ডিফেন্ডার। এক বছরের চুক্তিতে যোগ দিয়েছেন মেক্সিকোর ক্লাব মন্তেরেইতে।

গত জুনে সেভিয়া ছাড়েন রামোস। এরপর নানা গুঞ্জন ওঠে। এমনকি জানা যায় রিয়ালে ফিরবেন তিনি অথবা ক্যারিয়ার শেষের পথে হাঁটবেন। কিন্তু সব মিথ্যা প্রমাণিত হয়েছে। ২০০৫ সালে রিয়ালে যোগ দেওয়া এই তারকা দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন। দায়িত্ব পান অধিনায়কত্বেরও। ক্লাবটির হয়ে জেতেন পাঁচটি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি ক্লাব বিশ্বকাপ। সর্বমোট ২২টি শিরোপা জেতেন তিনি।

২০২১ সালে রিয়াল ছেড়ে পিএসজিতে যোগ দেন রামোস। সেখানে দুই বছর কাটান। জেহতেন দুটি লিগ শিরোপা। পরে ফিরে আসেন সেভিয়াতে। সেখানে খুব বেশি সময় কাটাননি। এবার যোগ দিয়েছেন মেক্সিকোর ক্লাবে। রিয়ালের এই কিংবদন্তিকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে মন্তেরেই। বিবৃতিতে তারা জানায়, ‘বিশ্ব ফুটবলের ঐতিহাসিক এক ডিফেন্ডার, রেয়াল মাদ্রিদ ও পিএসজির হয়ে অনেক শিরোপাজয়ী, স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী ফুটবলার, মন্তেরেই ফুটবল ক্লাবে স্বাগত। আপনার নেতৃত্ব, মান ও জয়ী মানসিকতা এই নীল-সাদা জার্সিকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। ’

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।