ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

ফুটবল

চোটে পড়েছেন আরাউহো, ছিটকে যাচ্ছেন ৩ সপ্তাহের জন্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
চোটে পড়েছেন আরাউহো, ছিটকে যাচ্ছেন ৩ সপ্তাহের জন্য ছবি: সংগৃহীত

গত রোববার সেভিয়ার বিপক্ষে খেলতে গিয়ে চোট পান বার্সেলোনা ডিফেন্ডার রোনাল্দ আরাউহো। প্রতিপক্ষের একজনের চ্যালেঞ্জের পরে আর খেলা চালিয়ে যেতে পারেননি।

এতে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন তিনি।

চোটের অবস্থা জানতে পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি এখনও। তবে শিগগিরই তা করা হবে। এতে প্রায় তিন সপ্তাহ বাইরে থাকতে হবে তাকে। এমনটাই বলছে স্প্যানিশ সংবাদমাধ্যম। যদি তাই হয়, তবে বিপদে পড়তে পারে বার্সেলোনা। টেবিল টপারদের থেকে দুই পয়েন্ট পিছিয়ে থাকা ক্লাবটি সামনের ম্যাচগুলোতে যেন না ভুগে, সেটাই চাইবে।  

অবশ্য আরউহোর চোট নিয়ে চিন্তিত নন হান্সি ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘আরাউহোর অবস্থা জানার জন্য আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা গুরুতর চোট বলে মনে হচ্ছে না। ’

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।