ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

ফুটবল

সেমিতে রিয়ালের প্রতিপক্ষ সোসিয়েদাদ, বার্সার আতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
সেমিতে রিয়ালের প্রতিপক্ষ সোসিয়েদাদ, বার্সার আতলেতিকো

ধারণা করা হচ্ছিল কোপা দেল রের সেমিফাইনালে হতে পারে এল ক্লাসিকো। কিন্তু সেটা আর হয়নি।

তবে সম্ভাবনা রয়েছে ফাইনালের হওয়ার। আজ সেমিফাইনালের এই ড্রয়ে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল সোসিয়েদাদকে। আর বার্সেলোনার প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ।

কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এই প্রতিযোগিতার এক লেগের হলেও সেমিফাইনাল থেকে দুই লেগে খেলতে হবে দলগুলোকে। আগামী ২৬ ফেব্রুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হবে প্রথম লেগ। আর দ্বিতীয় লেগে দলগুলো খেলবে আগামী ২ এপ্রিল।  

এদিকে কোপা দেল রের প্রথম লেগ ও দ্বিতীয় লেগ ছাড়াও লা লিগায় দেখা হবে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের। আগামী ১৬ মার্চ মুখোমুখি হবে দুদল। এর আগে চলতি মৌসুমে একবার দেখা হয়েছিল তাদের। সেবার বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে আতলেতিকো।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।