ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

ফুটবল

মিলানের বিদায়ের রাতে শেষ ষোলোয় বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
মিলানের বিদায়ের রাতে শেষ ষোলোয় বায়ার্ন প্লে-অফ থেকেই বিদায় নিল এসি মিলান/সংগৃহীত ছবি

এসি মিলানের চ্যাম্পিয়নস লিগ প্লে-অফে গিয়ে থামলো। ফেইনুর্ডের কাছে প্রথম লেগে ১-০ গোলে হেরে যাওয়ায় ফিরতি লেগে জয় ছাড়া বিকল্প ছিল না নেরাজ্জুরিদের।

কিন্তু জয় তো দূরের কথা, কাঁদতে কাঁদতে বিদায় নিতে হয়েছে তাদের। অন্যদিকে শেষ মুহূর্তের গোলে শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।

ঘরের মাঠ সান সিরোতে শুরুর মিনিটে সান্তিয়াগো হিমেনেজের গোলে এগিয়ে গিয়েছিল মিলান। এই হিমেনেজ লিগ পর্বে খেলেছেন ফেইনুর্ডের হয়েই। এরপর দল বদলে মিলানে যান তিনি। ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই মৌসুমে যে দলের হয়ে গোল করেছেন, সেই দলের বিপক্ষে প্লে-অফের ফিরতি লেগে গোল করলেন তিনি। কাল পুরনো দলের বিপক্ষে গোল করে অবশ্য উদযাপন করেননি তিনি।  

২৬ সেকেন্ডে হিমেনেজের করা গোলে এগিয়ে গেলেও সেই স্বস্তি থাকেনি মিলানের। কারণ ৭৩তম মিনিটে হুলিয়ান কারানজার গোলে সমতায় ফেরে ফেইনুর্ড। আর তাতেই শেষ হয়ে যায় সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সব আশা। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে হেরে প্লে-অফ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের।  

রাতের আরেক ম্যাচে বায়ার্নও বিপদে পড়ে গিয়েছিল। সেল্টিকের বিপক্ষে দ্বিতীয় লেগে নির্ধারিত সময়ের খেলায় ১-০ গোলে পিছিয়ে ছিল বাভারিয়ানরা। দুই লেগের খেলায় সমতা থাকায় অতিরিক্ত সময়ে গড়ানোর পথে ছিল খেলা। কিন্তু আলফানসো ডেভিসের গোলে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে পরের ধাপে উঠে যায় বায়ার্ন।  

এর আগে প্রথম লেগে স্কটিশ দলটির বিপক্ষে ২-১ গোলে জিতেছিল বায়ার্ন। কিন্তু ঘরের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় ফিরতি লেগে ১-১ ড্রয়ে শেষ ষোলো নিশ্চিত হয় তাদের। একই রাতে মোনাকোর বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে জিতে শেষ ষোলোয় উঠেছে বেনফিকা। আর ইতালিয়ান ক্লাব আতালান্তাকে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে হারিয়ে বেনফিকার সঙ্গী হয়েছে বেলজিয়ান ক্লাব ব্রুগা।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।