ঢাকা, মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

ফুটবল

অসহায় গ্রামবাসীদের পাশে দাঁড়ালেন হামজা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
অসহায় গ্রামবাসীদের পাশে দাঁড়ালেন হামজা ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। এসেই সরাসরি নিজ গ্রাম হবিগঞ্জের স্নানঘাট গ্রামে গিয়েছেন তিনি।

গতকাল তাকে দেখতে হাজার মানুষ ভীড় করে। আজও হামজার বাড়ি ভর্তি মানুষ।  

লম্বা ভ্রমন শেষে এসেছেন হামজা। ঘুম থেকে উঠতে একটু বেলা হলো তার। ঘরের ছাদে এসে উপস্থিত সকলকে অভিবাদন জানায় এই ফুটবলার। এর কিছু সময় পরই নিচে আসেন তিনি। বাবার সাথে ঘরের উঠোনে উপস্থিত গ্রামবাসীদের হাতে টাকা তুলে দেন হামজা। অবশ্য আগেই এই আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

প্রতিবছরই হামজা এমন সহায়তা করেন বলে জানিয়েছেন গ্রামবাসী। শুধু রোজার ঈদ নয় কোরবানীর ঈদের সময়ও গ্রামাবাসীদের জন্য কোরবানি দেন হামজার পরিবার। গ্রামবাসীদের মতে প্রতিবছর ৬-৭টি গরু কোরবানী করা হয় হামজার পরিবারের পক্ষ থেকে।

প্রতিবছর লোক মারফত গ্রামবাসীদের হাতে টাকা পাঠান হামজা। আজ যেহেতু দেশে আছেন তাই নিজের হাতে গ্রামবাসীদের হাতে টাকা তুলে দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। হাসিমুখে সকলের সঙ্গে দেখা করে টাকা তুলে দিয়েছেন এই ফুটবলার। ভালো ফুটবলারের পাশাপাশি একজন ভালো মানুষ হামজা এমনটাই জানালেন তার গ্রামের সকলে।

গ্রামে সবকিছু শেষ করে আজ রাত আটটা পঞ্চাশ মিনিটের ঢাকা আসবেন হামজা চৌধুরী। যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।