ঢাকা, মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০১ শাওয়াল ১৪৪৬

ফুটবল

রিয়ালের চার খেলোয়াড়কে নিয়ে তদন্ত করছে উয়েফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
রিয়ালের চার খেলোয়াড়কে নিয়ে তদন্ত করছে উয়েফা

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এসেছে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, আন্টোনিও রুডিগার ও দানি সেবায়োসের বিরুদ্ধে। ইতোমধ্যে তদন্ত শুরু করেছে উয়েফা।

 

এবারের আসরের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকোকে হারিয়ে উল্লাসে মাতে রিয়ালের ফুটবলাররা। ওয়ান্দা মেত্রোপোলিতানোতে সেদিন সমর্থকদের সঙ্গে বিজয় উদযাপন করতে গিয়ে দর্শকদের সামনে অশোভন অঙ্গভঙ্গি করার অভিযোগ এসেছে এই চার খেলোয়াড়ের বিরুদ্ধে।

যদিও টিভি স্ক্রিণে দেখা যায়, জার্মান ডিফেন্ডার রুডিগার সম্ভবত গলা কেটে ফেলার অঙ্গভঙ্গি করেছেন, যা দৃশ্যত আতলেতিকো দর্শকদের দিকে ছিল, এবং এমবাপ্পে সম্ভবত প্যান্টি ধরার অঙ্গভঙ্গি করেছেন। এই ব্যাপারে স্প্যানিশ মিডিয়া জানিয়েছে, আতলেতিকো গত সপ্তাহে রিয়াল খেলোয়াড়দের এইসব আচরণ নিয়ে উয়েফার কাছে রিপোর্ট করেছে।

এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ‘রিয়ালের চার খেলোয়াড়ের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ অভিযোগ তদন্ত করার জন্য একজন নৈতিকতা ও শৃঙ্খলা বিষয়ক পরিদর্শক নিয়োগ করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।