প্রায় এক মাস অপেক্ষার পর, বালতাসার রদ্রিগেজ অবশেষে ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সঙ্গে যোগ দিলেন। রেসিং ক্লাব থেকে ২১ বছর বয়সী এই আর্জেন্টাইন ফুটবলার যুক্তরাষ্ট্রে তার কাজের ভিসার প্রক্রিয়া শেষ করার পর দলটির সঙ্গে অনুশীলন শুরু করেন।
এই তরুণকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ধারে নিয়েছে ইন্টার মায়ামি, তবে চুক্তিতে কিছু শর্ত পূরণ হলে তাকে স্থায়ীভাবে কেনার সুযোগও থাকবে।
রড্রিগেজ তার পুরনো ক্লাব রেসিং থেকে ১০ মার্চ বিদায় নিয়েছিলেন, কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর এবার ইন্টার মায়ামির হয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে নামবেন। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর তিনি ২২ নম্বরের পরিবর্তে ১১ নম্বর জার্সি পরবেন। এরইমধ্যে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে মায়ামি।
বালতাসার মায়ামিতে মেসির সঙ্গে খেলতে যাওয়া আর্জেন্টিনার অষ্টম ফুটবলার। এর আগে রোক্কো রিওস নোভো, অস্কার ইউস্তারি, দাভিদ মার্তিনেজ, গনসালো লুজান, মার্সেলো ওয়েগান্দত, ফেদেরিকো রেদন্দো এবং তাদেও আলেন্দে।
মায়ামির কোচ হিসেবে আছেন আরেক আর্জেন্টাইন হাভিয়ের মাচেরানো, যিনি মূলত আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলে বালতাসারের কোচ ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এমএইচএম