ঘরোয়া ফুটবলের দ্বিতীয় লেগে দুর্দান্ত ফর্মে রয়েছে আবাহনী লিমিটেড। সদ্য বসুন্ধরা কিংসকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করার পর এবার লিগ ম্যাচেও বড় জয় পেল তারা।
শনিবার (১২ এপ্রিল) গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ওয়ান্ডারার্সকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে মারুফুল হকের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে গোল বন্যা
প্রথমার্ধে একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি আবাহনী। এমেকা ওগবাহ এবং ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েলের বেশ কিছু প্রচেষ্টা প্রতিহত করেন ওয়ান্ডারার্সের ডিফেন্ডাররা। তবে বিরতির পর আবাহনীর আক্রমণ থামানো যায়নি।
দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটে রাফায়েল অগুস্তো গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৫১তম মিনিটে সুমন রেজা ব্যবধান দ্বিগুণ করেন। মিনিট চারেক পর একটি পেনাল্টি থেকে গোল করে ওয়ান্ডারার্স ম্যাচে ফেরার চেষ্টা করে। কিন্তু তা বেশিক্ষণ টেকেনি।
কিছুক্ষণ পরেই আবাহনী অধিনায়ক মোহাম্মদ হৃদয় গোল করে স্কোরলাইন করেন ৩-১। শেষদিকে ৮৩তম মিনিটে রাফায়েল নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।
পয়েন্ট টেবিলের চিত্র
এই জয়ে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আবাহনী। অন্যদিকে, ছয় ম্যাচে টানা হার নিয়ে মাত্র ৪ পয়েন্ট নিয়ে ওয়ান্ডারার্স আছে নবম স্থানে। আবাহনীর সাম্প্রতিক পারফরম্যান্স দলটিকে লিগ শিরোপার অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করছে, আর ওয়ান্ডারার্সের জন্য সামনে অপেক্ষা করছে কঠিন লড়াই।
দিনের অন্য ম্যাচ
দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। কামাচাই মারমা ও ওমর বাবুর গোলে জয় পায় দলটি। এই জয়ে ফর্টিসের সংগ্রহ ১৭ পয়েন্ট, অবস্থান পঞ্চম। ব্রাদার্স নেমে গেছে সপ্তম স্থানে।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এমএইচএম