ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

ফুটবল

‘মেসি বিশ্বকাপে খেলতে চায়’—আর্জেন্টিনা সমর্থকদের সুখবর দিলেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
‘মেসি বিশ্বকাপে খেলতে চায়’—আর্জেন্টিনা সমর্থকদের সুখবর দিলেন সুয়ারেজ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ/সংগৃহীত ছবি

আর্জেন্টিনার ভক্তদের জন্য দারুণ এক খবর দিলেন লুইস সুয়ারেজ। উরুগুয়ের এই তারকা ফরোয়ার্ড ও লিওনেল মেসির ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, মেসির লক্ষ্য ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেওয়া।

বর্তমানে ইন্টার মায়ামিতে একসঙ্গে খেলছেন এই দুই ফুটবল কিংবদন্তি, সেখানেই দু’জনের মধ্যে এমন কথা হয়।

উরুগুয়ের সংবাদমাধ্যম ওভাসিওন-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, “আমরা মাঝেমধ্যে অবসরের ব্যাপারে ঠাট্টা করি। কিন্তু ও (মেসি) নিজেই বলেছে, আগামী বিশ্বকাপে খেলতে চায়। ”

যদিও তিনি স্পষ্ট করে বলেননি মেসি নিশ্চিতভাবে খেলছেন কিনা, তবে ইচ্ছেটা যে প্রবল, তা বুঝিয়ে দিয়েছেন। সুয়ারেজ বলেন, “আমি এসব নিয়ে ওকে চাপ দিই না। অনেকেই বিষয়টা বুঝতে পারে না। আমি জানি ও কেমন, সময়ই সব বলে দেবে। ”

নিজের ব্যাপারে সুয়ারেজ জানান, তিনি আর খেলোয়াড় হিসেবে কোনো বিশ্বকাপে অংশ নেবেন না। কোপা আমেরিকা ২০২৪-এর পর উরুগুয়ে জাতীয় দল থেকে বিদায় নিয়েছেন তিনি।

“এবার বিশ্বকাপ উপভোগ করব একজন দর্শক হিসেবে, একজন বাবা হিসেবে। আগে যেসব মুহূর্তে অনেক চাপ আর উত্তেজনা ছিল, এবার সেগুলো উপভোগ করব অন্যভাবে,” বলেন সুয়ারেজ।

এদিকে, মেসি ও সুয়ারেজ দু’জনেই এখন ইন্টার মায়ামির হয়ে মৌসুমের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর দিকে নজর দিচ্ছেন। সম্প্রতি তারা লস অ্যাঞ্জেলেস এফসি-কে হারিয়ে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে, যেখানে তাদের প্রতিপক্ষ ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস।

এমএলএস লিগেও তারা ভালো অবস্থানে আছে। শেষ ম্যাচে শিকাগো ফায়ারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে দলটি। বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে তারা চতুর্থ, শীর্ষে থাকা কলম্বাস ক্রুর থেকে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে।

এই সব ম্যাচই প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত আসরের জন্য — ক্লাব বিশ্বকাপ। যেখানে আয়োজক ইন্টার মায়ামি ‘গ্রুপ এ’-তে খেলবে ব্রাজিলের পালমেইরাস, পর্তুগালের পোর্তো ও মিসরের আল-আহলির বিপক্ষে।

মেসির বিশ্বকাপে ফেরার সম্ভাবনা ও তার দলে থাকা—এমন খবরই আপাতত আর্জেন্টাইন সমর্থকদের আনন্দের সবচেয়ে বড় উৎস।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।