ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

ফুটবল

অপেক্ষা শেষে এবার ভুটানে কৃষ্ণা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
অপেক্ষা শেষে এবার ভুটানে কৃষ্ণা ছবি: সংগৃহীত

সাবিনা-সানিজদাদের পর এবার ভুটানের লিগে খেলতে গেলেন কৃষ্ণা রানী সরকার। ওয়ার্ক পারমিট জটিলতার কারনে অপেক্ষায় ছিলেন এই নারী ফুটবলার।

সেই সমস্যার সমাধান হয়েছে আজ।

সব মিলিয়ে বাংলাদেশের ১০ নারী ফুটবলার- সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মাতসুশিমা সুমাইয়া, মারিয়া মান্দা, রুপনা চাকমা, সানজিদা আক্তার, শামসুন্নাহার সিনিয়র ও কৃষ্ণা রানী সরকার খেলছেন ভুটানের লিগে।

আগামী জুনের তৃতীয় সপ্তাহে এশিয়ান কাপ বাছাই বা এর আগে প্রীতি ম্যাচে বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলার কাউকে দলে প্রয়োজন মনে করলে ডাকবেন। ওই সময় সেই ফুটবলারের আসা-যাওয়ার ব্যবস্থা করবে বাফুফে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।