সাবিনা-সানিজদাদের পর এবার ভুটানের লিগে খেলতে গেলেন কৃষ্ণা রানী সরকার। ওয়ার্ক পারমিট জটিলতার কারনে অপেক্ষায় ছিলেন এই নারী ফুটবলার।
সব মিলিয়ে বাংলাদেশের ১০ নারী ফুটবলার- সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মাতসুশিমা সুমাইয়া, মারিয়া মান্দা, রুপনা চাকমা, সানজিদা আক্তার, শামসুন্নাহার সিনিয়র ও কৃষ্ণা রানী সরকার খেলছেন ভুটানের লিগে।
আগামী জুনের তৃতীয় সপ্তাহে এশিয়ান কাপ বাছাই বা এর আগে প্রীতি ম্যাচে বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলার কাউকে দলে প্রয়োজন মনে করলে ডাকবেন। ওই সময় সেই ফুটবলারের আসা-যাওয়ার ব্যবস্থা করবে বাফুফে।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এআর/আরইউ