ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

বিধ্বংসী মানের ৪ গোল, রোনালদোহীন আল-নাসরের ইতিহাস গড়া জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, মে ১৩, ২০২৫
বিধ্বংসী মানের ৪ গোল, রোনালদোহীন আল-নাসরের ইতিহাস গড়া জয় সাদিও মানে/সংগৃহীত ছবি

ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই ইতিহাস গড়ল আল-নাসর। সৌদি প্রো লিগে সোমবার রাতে ১৭তম স্থানে থাকা আল-আখদুদের বিপক্ষে ৯-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে তারা—যা ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বড় জয়।

এই ম্যাচে জ্বলে উঠেছিলেন সেনেগালিজ তারকা সাদিও মানে, যিনি একাই চার গোল করেন।

রোনালদোকে ছাড়াই ধ্বংসাত্মক আল-নাসর

রোনালদোকে বিশ্রামে রেখে স্কোয়াড থেকে বাদ দিয়েছিলেন কোচ স্টেফানো পিওলি। তবে তার অভাব মোটেও টের পাওয়া যায়নি, বরং রোনালদোর অনুপস্থিতিতেই আরও প্রাণবন্ত ফুটবল উপহার দেয় আল-নাসর। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে তারা। প্রথম ১৫ মিনিটে গোল না পেলেও ১৬তম মিনিটে আইমান ইয়াহিয়ার গোলে খেলা খুলে যায়।

এরপর দ্রুত গোলের বন্যা—জহন দুরান ও মার্সেলো ব্রোজোভিচ ১০ মিনিটের মধ্যে আরও দুই গোল করে ব্যবধান ৩-০ করে ফেলেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগে মানে পেনাল্টি থেকে নিজের প্রথম গোল করেন।

দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী মানে

বিরতির পরপরই প্রতিপক্ষ গোলরক্ষক পাওলো ভিতরকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে হয়, যা আল-আখদুদের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তোলে। এরপর দুরান নিজের দ্বিতীয় গোল করেন, মানে পরপর দুই গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। এরপর নিজের চতুর্থ গোল করে স্কোরলাইন দাঁড় করান ৮-০। যোগ করা সময়ে মোহাম্মদ মারান পেনাল্টি থেকে গোল করে নিশ্চিত করেন ইতিহাস গড়া ৯-০ জয়।

রোনালদোকে ছাড়াও চলতে পারে দল!

এই ম্যাচে রোনালদো ছিলেন না। তার জন্য এটি একপ্রকার ব্যক্তিগত হতাশার কারণ হতে পারে, কারণ ৯ গোলের ম্যাচে অংশ নিলে তার ১০০০ গোলের লক্ষ্যে আরও এগিয়ে যাওয়া সম্ভব হতো। তাছাড়া দলের এমন পারফরম্যান্সে প্রশ্ন উঠেছে—আল-নাসর কি রোনালদো ছাড়াও আরও ভারসাম্যপূর্ণ?

অন্যদিকে, মানে দেখিয়ে দিয়েছেন, তিনি কেবল রোনালদোর ছায়া হয়ে থাকতে চান না। এই চার গোলের মাধ্যমে তিনি লিগে তার গোলসংখ্যা বাড়িয়ে নিয়েছেন ১৩-তে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।