ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

মেসির মায়ামির রুদ্ধশ্বাস ড্র, আলেন্দের জোড়া গোলে রক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০০, মে ১৫, ২০২৫
মেসির মায়ামির রুদ্ধশ্বাস ড্র, আলেন্দের জোড়া গোলে রক্ষা গোলের পর মেসিদের উদযাপন/সংগৃহীত ছবি

মেজর লিগ সকারে (এমএলএস) নাটকীয় এক ম্যাচে সান হোসে আর্থকুয়েকসের বিপক্ষে ৩-৩ গোলের ড্র করেছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি।

তাদেও আলেন্দের দুর্দান্ত জোড়া গোলে শেষ পর্যন্ত হার এড়ায় হাভিয়ের মাচেরানোর দল।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মেসির শট ফিরিয়ে না দিলে হয়তো জয় নিয়েই মাঠ ছাড়ত মায়ামি।

গোলের বন্যায় শুরু থেকেই উত্তেজনা

গত ম্যাচে মিনেসোটার বিপক্ষে ৪-১ গোলের বিশাল হার ভুলে ঘুরে দাঁড়াতে চেয়েছিল ইন্টার মায়ামি। ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডেই সেটার ইঙ্গিতও দেয় তারা। জর্দি আলবার বাম দিক থেকে বাড়ানো নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন—মায়ামিকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে।

তবে স্বাগতিক সান হোসে দ্রুত প্রতিশোধ নেয়। ক্রিস্তিয়ান এসপিনোজার পাস থেকে গোল করেন আরেক ক্রিস্তিয়ান—আরাঙ্গো। ম্যাচে ফিরে এসে আক্রমণাত্মক খেলায় মেতে ওঠে দুই দল।

৩৭ মিনিটে বো লারু দুর্দান্ত এক গোল করে সান হোসেকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। কিন্তু কিছুক্ষণ পরেই আলেন্দে নিজে তৈরি করে নেন গোলের সুযোগ, বল ঠেলে জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান ২-২।

প্রথমার্ধ শেষের আগেই ইয়ান হার্কস গোল করে সান হোসেকে আবার এগিয়ে দেন ৩-২ গোলে।

দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তরুণ বালতাসার রদ্রিগেজ—ইন্টার মায়ামির হয়ে তার অভিষেক ম্যাচ। মাঠে নেমেই দারুণভাবে প্রভাব রাখেন তিনি। তার পাস থেকে আলেন্দে নিজের দ্বিতীয় গোলটি করেন। সমতা ফেরে ম্যাচে।

শেষ মুহূর্তে সুযোগ পান লিওনেল মেসি। একদম একা হয়ে বল নিয়ে এগিয়ে গেলেও তার শটটি অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন সান হোসের ব্রাজিলিয়ান গোলরক্ষক দানিয়েল। মেসির পা থেকে গোল না আসায় ম্যাচটি শেষ হয় রুদ্ধশ্বাস ড্রয়ে।

পয়েন্ট টেবিল ও পরবর্তী ক্লাসিকো

এই ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে ইন্টার মায়ামির অবস্থান এখন পঞ্চম, ২২ পয়েন্ট নিয়ে। কাছাকাছি রয়েছে অরল্যান্ডো সিটি (২১ পয়েন্ট) ও শার্লট এফসি (১৯ পয়েন্ট)।

পরবর্তী ম্যাচেই মেসির দল মুখোমুখি হবে প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির—‘ক্লাসিকো দেল সোল’ নামে পরিচিত এই ম্যাচে জয় চাই মায়ামির, না হলে পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়ার শঙ্কা থেকেই যাবে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ