ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

ফুটবল

আমাদের মিডফিল্ড দক্ষিণ এশিয়ার সেরা: কাবরেরা 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, মে ২৮, ২০২৫
আমাদের মিডফিল্ড দক্ষিণ এশিয়ার সেরা: কাবরেরা  ছবি: হাভিয়ের কাভরেরা

ভুটান এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ ২৬ সদস্যের প্রাথমিক দল প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ‍ফুটবল ফেডারেশন। অনুমিতভাবেই স্কোয়াডে রয়েছেন হামজা চৌধুরী।

নতুন করে ডাক পেয়েছেন সামিত সোম এবং ফাহমেদুল ইসলাম।  

এই দুই ম্যাচে ভালো করার বিষয়ে আশাবাদী বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। হামজা-সামিত দলে আসায় দলের মিডফিল্ড লাইন আপ এই মুহুর্তে দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা বলে মনে করেন বাংলাদেশের কোচ। এই ফুটবলারদের দিয়ে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ভালো ফল করার বিষয়ে আশাবাদী কোচ কাবরেরা। তার মতে ঘরের মাঠে এই দুই দলকে হারানোর সক্ষমতা দলের খেলোয়াড়দের আছে। এবারের দলে ভারতের বিপক্ষে খেলা ২৩ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চন্দন রায়, শাকিল হোসেন এবং সোহেল রানা জুনিয়র। স্কোয়াডে নতুন মুখ মোহামেডানের খেলোয়াড় জাহিদ হাসান শান্ত।  

স্কোয়াড নিয়ে কাবরেরা বলেন, ‘তালিকায় দেখতে পারবেন। মূলত নতুন মুখ হলো মোহামেডানের শান্ত, সে প্রথমবার দলে এসেছে। সে এর আগে অনূর্ধ্ব-২৩ এবং যুব দলে ছিল, কিন্তু আমি কখনও ওর সাথে কাজ করিনি। সে মোহামেডানের হয়ে দারুণ মৌসুম কাটিয়েছে এবং লিগ জিতেছে। আমি ওকে কাছ থেকে দেখতে চাই। সুমন রেজাও ফিরেছে, অনেক দিন পর। আমি দেখতে চাই সে নাম্বার ‘নাইন’ হিসেবে সেই শক্তি দিতে পারে কিনা। শান্ত ও সামিত মূলত নতুন মুখ। ’

ম্যাচ নিয়ে প্রত্যাশা জানাতে গিয়ে কাবরেরা বলেন, ‘আমাদের দল নিয়ে পূর্ণ আত্মবিশ্বাস আছে। ভারতে ভালো পারফরম্যান্স করেছি, যদিও আরও ভালো করতে পারতাম। আমরা যদি সেই পারফরম্যান্স বজায় রাখতে পারি, তাহলে অবশ্যই পয়েন্ট অর্জন করব। আর আমরা তিন পয়েন্ট নিতে চাই। ’

নতুন তিন প্রবাসী ফুটবলার নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে কাবরেরার। দলের মিডফিল্ড সাহস যোগাচ্ছে স্প্যানিশ এই কোচের। তিনি বলেন, ‘নিঃসন্দেহে, দক্ষিণ এশিয়ায় আমাদের মিডফিল্ড অন্যতম সেরা। হামজা, সামিতের মতো খেলোয়াড়রা অনেক গুণসম্পন্ন। সামিতের মানিয়ে নিতে কিছু সময় লাগবে কারণ সে কানাডা থেকে এসেছে, দীর্ঘ ভ্রমণ ও ভিন্ন আবহাওয়ার কারণে। ’

ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে সামিত সোমকে খেলানো হবে না বলে জানিয়ে দিয়েছেন কোচ কাবরেরা। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সামিতের খেলা পর্যবেক্ষণ করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। কাবরেরা বলেন, ‘এই ২৬ জনই ফাইনাল স্কোয়াড। ভূটানের বিপক্ষে ২৫ জন থাকবে, শুধু শামিত খেলবে না। সিঙ্গাপুর ম্যাচের জন্য তিনজন বাদ পড়বে। ’

এর আগে ফাহামেদুলকে ক্যাম্পে ডাকা হলেও দলে নেওয়া হয়নি। সৌদি আরবে দলের সঙ্গে ক্যাম্প করে সেখান থেকেই তাকে ইতালি পাঠিয়ে দেওয়া হয়। আজ ফাহামেদুল নিয়ে কাবরেরা বলেন, ‘সে একজন প্রতিশ্রুতিশীল খেলোয়াড়, নিঃসন্দেহে। কিন্তু এমন সব প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের ক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে এবং ধাপে ধাপে এগোতে হবে। আমি মার্চ মাসে তাকে ডাক দেওয়ার সময় যেমন করেছিলাম, তেমনি নিয়মিত তার খবর নিচ্ছিলাম, তার ক্লাবের স্পোর্টস ডিরেক্টরের সাথেও কথা বলেছি। তাকে আমরা পর্যবেক্ষণে রেখেছি। আমি মনে করি সে এই ক্যাম্পে দলকে কিছু দিতে পারে। ’

লিগে নিজেদের শেষ ম্যাচে হ্যাটট্রিক করেছেন বসুন্ধরা কিংসের শেখ মোরসালিন। প্রাথমিক স্কোয়াডে তাকেও রেখেন কোচ কাবরেরা। মোরসালিনের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘শেখ মোরসালিন গত দুই ম্যাচে চার গোল করেছে। সে আগের মতো ফর্মে ছিল না, তবে এখন আবার ফিরছে। আমরা বিশ্বাস করি সে তার আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে এবং দলের জন্য ভালো অবদান রাখতে পারবে। ’

দেশের ফুটবলে বইছে জাগরনের হাওয়া। বাংলাদেশের ম্যাচ ঘিরে ভক্ত সমর্থকদের মধ্যে তুমুল আগ্রহ। দর্শকদের ভালো ফল উপহার দিতে চান বলে জানিয়েছেন কাবরেরা। তিনি বলেন, ‘এটি আমাদের জন্য একটি বড় সুযোগ। পুরো জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা নতুন খেলোয়াড় যুক্ত করেছি। আমাদের লক্ষ্য দর্শকদের জন্য চমৎকার অভিজ্ঞতা দেওয়া এবং বড় কিছু অর্জন করা। ’

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।