ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেক্সিকো-ক্যামেরুন একাদশ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৪
মেক্সিকো-ক্যামেরুন একাদশ

ঢাকা: বিশ্বকাপের পর্দা উন্মোচনের পর দ্বিতীয় দিনের প্রথম খেলায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে ক্যামেরুন ও মেক্সিকো।

মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেইরা ৩-৫-২ ফর্মেশনে দলকে খেলাতেই পছন্দ করেন।

বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে প্রথম ম্যাচে দলকে এই ফর্মেশনেই খেলাবেন তিনি। মাঝমাঠের সৃজনশীল খেলোয়াড় জিওভান্নি দস সান্তোসকে কেন্দ্র করেই টিম সাজাবেন মিগুয়েল হেরেইরা।

মেক্সিকোর সম্ভাব্য একাদশ: ওচা (গোলরক্ষক), মরেনো, মারকুয়েজ (অধিনায়ক), রড্রিগেজ, গুয়ারদাদো, ভাজকুয়েজ, হেরেইরা, আগুইলার, জিওভান্নি দস সান্তোস, পেরাল্টা।

কোচ: মিগুয়েল হেরেইরা।

আফ্রিকা অঞ্চলের ফুটবল শক্তিগুলির মধ্যে অন্যতম ক্যামেরুন বরাবরই শারীরিক শক্তির সঙ্গে গতির সমন্বয়ে বড় বড় দলগুলোর হুমকি হয়ে দাঁড়ায়। চেলসি স্ট্রাইকার স্যামুয়েল ইতো, বার্সেলোনার খেলোয়াড় ‍অ্যালেক্স সং, মিডফিল্ডার ম’বিয়ার সঙ্গে স্ট্রাইকার আবু বকরকে নিয়ে গড়া ফোলকার ফিঙ্কের দলটি দারুণ ভারসাম্যপূর্ণ।

ক্যামেরুনের সম্ভাব্য একাদশ:
ইতানজিডি (গোলরক্ষক), চেডজো, ডিজেগুইয়ে, ’নকোলো,’মবিয়া, অ্যাসো একোত্তো, অ্যালেক্স সং, ইনো, ম্যাকউন, ইতো, আবুবকার।

কোচ: ফোলবার ফিঙ্কে

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ১৩, ২১০৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।