ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

২-১ গোলে এগিয়ে চিলি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৪
২-১ গোলে এগিয়ে চিলি

ঢাকা: বিশ্বকাপের ২০তম আসরের দ্বিতীয় দিনের শেষ ম্যাচে সানচেজ ও ভালদিভিয়ার গোলে ১৪ মিনিটেই ২-০ তে এগিয়ে যায় চিলি।

খেলার শুরু থেকেই অস্ট্রেলিয়ার ওপর চাপ তৈরি করতে থাকে জুভেন্টাসের মিডফিল্ডার আর্তুরো ভিদাল ও বার্সেলোনা তারকা সানচেজের চিলি।



১২ মিনিটে প্রথম গোল করে চিলিকে ১-০ গোলে এগিয়ে নেন। এর ঠিক দুই মিনিট পরেই ভালদিভিয়া আরও একটি গোল করে অস্ট্রেলিয়াকে গোলবন্যায় ভাসানোর ইঙ্গিত দেন।



কিন্তু দুই গোল হজম করার পর গোল পরিশোধে মরিয়া অস্ট্রেলিয়া কয়েকবার পাল্টা আক্রমণে যেয়ে ৩৫ মিনিটে এক গোল শোধ করে।
 
অপরদিকে বল পজেশন ধরে রেখে একের পর আক্রমণ করে চলেছে চিলি। খেলার ৩৫ মিনিট পর্যন্ত আর কোনো গোল করতে না পারায় ২-১ গোলোর লিড নিয়েই সন্তুষ্ট থাকতে হয় চিলির কোচ হোর্হে সাম্পাওলির শিষ্যদের।

শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায় ম্যাচটি শুরু হয়।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।