ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসিই পারে মেসিকে রুখতে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
মেসিই পারে মেসিকে রুখতে

ঢাকা: বসনিয়া-হার্জেগোভিনার কোচের সঙ্গে সুর মিলিয়ে দলের মিডফিল্ডার হ্যারিস মেদুয়ানজানিন বলেছেন, মেসিকে আটকানো অসম্ভব। একমাত্র মেসিই পারে নিজেকে রুখতে।



সোমবার মারাকানা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মেসির দুর্দান্ত গোলে হারের পর এ মন্তব্য করেন তুর্কি ক্লাব গাজিয়াটেপসপোরের এ তারকা।

দ্বিতীয়ার্ধে মাঠে নামা হ্যারিস আশা করেন, এই গ্রীষ্মে মেসির নেতৃত্বে বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা।

তিনি জোর দিয়ে বলেন, মেসিকে থামানো অসম্ভব। মেসিকে যিনি থামাকে পারেন, তিনি হলেন মেসি নিজেই।

তিনি আরো বলেন, খেলায় মেসি ‌এক ঘণ্টা নিষ্প্রভ ছিলেন। কিন্তু তিনি মেসি। যখন দলের প্রয়োজন তখন জ্বলে ‌উঠতে জানেন এবং নিজের সেরাটা প্রদর্শন করেন।

হ্যারিস বলেন, আমি আশা করি মেসি বিশ্বকাপ জিতবে। এটাই একমাত্র জিনিষ যা তিনি পাননি। যদি মেসি এটা ‍পারেন তবে সর্বকালের সেরা ফুটবলার হবেন তিনি।

সোমবারের ম্যাচে বসনিয়াকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। খেলার ৬৫ মিনিটে দুর্দান্ত গোল করেন মেসি।
 
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।