ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পরিসংখ্যানে সোমবারের ম্যাচগুলোতে এগিয়ে যারা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
পরিসংখ্যানে সোমবারের ম্যাচগুলোতে এগিয়ে যারা

ঢাকা: সোমবার বিশ্বকাপের পঞ্চম দিনে তিনটি খেলা। পরিসংখ্যানের দিক দিয়ে এ তিন খেলায় এগিয়ে রয়েছে যারা তাদের নিয়ে আমাদের এ প্রতিবেদন।



জার্মনি-পর্তুগাল
সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় খেলা শুরু হচ্ছে জার্মানি ও পর্তুগালের।

এ ম্যাচটি বিশ্বকাপের পঞ্চমদিনের সেরা ম্যাচ তো বটেই। সেই সঙ্গে ম্যাচটি গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় খেলা। এ ম্যাচকে ঘিরেই তাই ফুটবল বিশ্বের নজর।

ম্যাচ নিয়ে ফুটবল বিশ্লেষকদের মত, এ দু'দলের খেলা হবে সমানে সমান।

তবে পরিসংখ্যান বলছে, ২০০৬ বিশ্বকাপ, ২০০৮ ও ২০১২ সালে ইউরো'তে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়েছিলো জার্মানি। ওই তিন ম্যাচের একটিতেও গোল পাননি রোনালদো।

জার্মানি ৩ বার বিশ্ব চ্যাম্পিয়ন আর সমান রানাআপও। অতীত ও সাম্প্রতিক পরিসংখ্যানকে সঙ্গী করে তাই ফুটবল বিশ্লেষকরা পাল্লা ভারি রাখছেন জার্মানির।

তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর কিছু একটা যাদুতে ম্যাচটা এককেন্দ্রিক হবেনা। সেক্ষেত্রে এ ম্যাচে হলেও হতে পারে ব্রাজিল বিশ্বকাপের প্রথম ড্রও।

ইরান-নাইজেরিয়া
সোমবার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় খেলা ইরান ও নাইজেরিয়ার।

দুই অপরিচিত প্রতিপক্ষের খেলা। দুই দলই কেই কাইকে চেনে না। প্রথম এই সাক্ষাত।

দ্বিতীয় রাইন্ডে যেতে এ ম্যাচে জয় চাই দু'দলেরই। তাই বেশ প্রতিদ্বন্দ্বীতার খেলা হবে এটি।

বিশ্বকাপে ইরানের একমাত্র জয় ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সোমবার তারা দ্বিতীয় জয় হাসিলে মাঠে নামছে এ ব্যাপারে তারা আগে থেকেই দৃঢ় প্রতিজ্ঞ। আর বাচাই পর্বে তারা ৪০ শতাংশ গোল করেছিলো অত্যন্ত নান্দনিক কায়দায়। সে কায়দা আবার দেখা গেলে জয় ইরানের সুনিশ্চিত।

অন্যদিকে নাইজেরিয়াও ছেড়ে কথা বলবে না। তবে খেলায় এশিয়ার প্রতিনিধিদেরই জয় আসতে পারে।

ঘানা-যুক্তরাষ্ট্র
সোমবার বাংলাদেশ সময় দিনগত রাত ৪টায় (মঙ্গলবার ভোররাত) খেলা ঘানা ও যুক্তরাষ্ট্রের।

এবার যে দল নিয়ে বিশ্বকাপ খেলছে ঘানা তার ওপর আবার যে গ্রুপে রয়েছে সব মিলিয়ে তাদের এবার দ্বিতীয় রাইন্ড পর্যন্ত যাওয়াই বেশ কষ্টকর।

তবে পরিসংখ্যান কিন্তু ঘানার পক্ষেই।

২০০৬ ও ২০১০ বিশ্বকাপে ঘানা ও যুক্তরাষ্ট্রের খেলায় হেসে খেলেই জিতেছিলো ঘানা।

আর তাই তো এ ম্যাচ যুক্তরাষ্ট্রের জন্য প্রতিশোধের।

তাই এ ম্যাচও দেখার মতো বেশ। যদি প্রতিশোধের জয় হয় তা হলে ঘানা আর পাত্তাই পাবে না। তার ওপর আবার যুক্তরাষ্ট্রের দলটি এবার বেশ ভারসাম্যপূর্ণ।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।