ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রথমার্ধে সমতায় দক্ষিণ কোরিয়া-রাশিয়া

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৪
প্রথমার্ধে সমতায় দক্ষিণ কোরিয়া-রাশিয়া

ঢাকা: বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়েছে। খেলার শুরু থেকে দু’দলের আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচটি।



৯ মিনিটে লি চুং-ইয়ংয়ের সুন্দর ডেলিভারি রিসিভ করতে ব্যর্থ হন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় কি সুং ইয়ং। এরপর সন হিউং-মিন রাশিয়ার আক্রমণ ঠেকাতে অবৈধ ট্যাকলের জন্য ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন।

২৮ মিনিটে কোম্বারভের মাঝমাঠ থেকে দেওয়া ভলিতে হেড করে গোলবারের উপর দিয়ে পাঠিয়ে দেন রাশিয়ার স্ট্রাইকার কোকোরিন। খেলার প্রথম ৩০ মিনিট পর্যন্ত দু দলই বেশ কয়েকটি আক্রমণ করলেও বিপক্ষ দলের জালে বল জড়াতে পারেনি।



৩৩ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করার সুযোগ পান ঝিরকভ, কিন্তু তার বাঁ পায়ে নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে ৩৫ মিনিটে কু জা চোয়েলের শট রাশিয়ার ডিফেন্ডারের পায়ে লেগে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৩৯ মিনিটে পার্ক চু ইয়ংয়ের হেড থেকে বল পান সং হিয়েং মিন। ডিবক্সের বাইরে থেকে তার ডান পায়ের শট গোলবারের উপর দিয়ে চলে যায়।

প্রথমার্ধ শেষে দু’দলের বল পজেশনে দেখা যায় সমতা। রাশিয়ার ৪৮ শতাংশ বল দখল ও ৫টি শটের বিপরীতে দক্ষিণ কোরিয়ার বলে দখল ৫২ শতাংশ এবং শট ৩টি।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, ‍জুন ১৮, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।