ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৭ম দিনে মুখোমুখি হচ্ছে যারা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৪
শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৭ম দিনে মুখোমুখি হচ্ছে যারা

ঢাকা: ফুটবল বিশ্বকাপের এবারের আসরে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৭ম দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিন মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস, স্পেন-চিলি ও ক্যামেরুন-ক্রোয়েশিয়া।



বাংলাদেশ সময় রাত ১০টায় পোর্তো আলেগ্রে স্টেডিয়ামে লড়বে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস। এ ম্যাচে জয় পেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপে তিনবারের ফাইনালিস্ট ডাচদের। বিশ্বকাপে নেদারল্যান্ডস-অস্ট্রেলিয়ার এটাই প্রথম সাক্ষাৎ।   আর সর্বশেষ তিন ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার।

রাত ১ট‍ায় রিও ডি জেনিরো স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন-চিলি। উভয় দলের এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন গতবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ শুরু করে। অপরদিকে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে আজ মাঠে নামছে চিলি। স্পেনের লক্ষ্য আজকের ম্যাচে জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডের সম্ভাবনা টিকিয়ে রাখা। অপরদিকে চিলির লক্ষ্য আজকের ম্যাচে জয় দিয়ে দ্বিতীয় রাউন্ডের পথে এগিয়ে যাওয়া।

ভোর ৪ টায় রয়েছে ক্যামেরুন-ক্রোয়েশিয়ার খেলা। খেলাটির ভেন্যু মানাউস স্টেডিয়াম। মানাউসে মুখোমুখি হতে যাওয়া দুই দলের এবারের আসর শুরু হয়েছে হারের তিক্ততা  নিয়ে। অস্তিত্ব টিকিয়ে রাখতে উভয় দলের সামনে জয়ের বিকল্প নেই। বিশ্বকাপে ব্রাজিলের কাছে প্রথম ম্যাচে ৩-১ গোলে হার মানে ক্রোয়েশিয়া। অন্য ম্যাচে ক্যামেরুন  ১-০ গোলে হার মানে মেক্সিকোর কাছে। আন্তর্জাতিক ফুটবলে ক্যামেরুন-ক্রোয়েশিয়ার এটাই প্রথম সাক্ষাৎ।  

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।