ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বদলি ডিপের গোলে ডাচদের জয়

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৪
বদলি ডিপের গোলে ডাচদের জয়

ঢাকা: মার্টিনস ইন্দির বদলি খেলোয়াড় হয়ে নামা ম্যাম্পসি ডিপের দুর্দান্ত গোলে ৩-২ ব্যবধানে দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ডাচরা। আক্রমণ পাল্টা আক্রমণ ও মাঝে মাঝে উভয় দলের খেলোয়াড়দের বির্তকে জড়িয়ে পড়া ম্যাচকে জমিয়ে তুলে।



ম্যাচের ৬৮ মিনিটের মাথায় অসিদের জালে ডাচদের পক্ষে তৃতীয় বল জড়ান ম্যাম্পসি। আর তাতেই জয় পায় ডাচরা। তবে এর কয়েক মুর্হূত আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় সকারুরা।

গোল পরিশোধে মরিয়া সকারুরা একের পর আক্রমণ চালিয়েও ব্যর্থ হয়। টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে অসিদের বিদায় এখন অনেকটা নিশ্চিত।

এদিকে, টানা দুই হলুদ কার্ড হজম করে পরবর্তী ম্যাচ থেকে ছিটকে পড়েছেন ডাচ অধিনায়ক ভেন পার্সি ও অসি স্ট্রাইকার টিম কাহিল।

নেদারল্যান্ডস-অস্ট্রেলিয়া ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। অপেক্ষাকৃত দুর্বল অসিরা পুরো ম্যাচেই বেশ চাপেই রাখে ডাচদের। আর জয় নিশ্চিত জেনে শেষ দিকে একের পর এক পরিবর্তীত খেলোয়াড় মাঠে নামাতে থাকে ডাচরা।

এর আগে, দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে পাওয়া গোলে ২-১ এ এগিয়ে যায় সকারুরা। তবে তা বেশি সময় স্থায়ী হয়নি। কয়েক মিনিটের মাথায় সকারুদের জালে শোধের বল জড়ান ভন পার্সি।

খেলার ৫৩ মিনিটে ডি-বক্সের মধ্যে ড্যারিল জানমাতকে হ্যান্ডবলের ফাঁদে ফেলে পেনাল্টিতে এগিয়ে যায় সকারুরা। আর পাঁচ মিনিটের মাথায়ই ৫৮ মিনিটে দলকে সমতায় ফেরান ডাচ অধিনায়ক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডাচদের ডিবক্সে ঢুকে পড়ে সকারুরা। ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিতে ৪৭ মিনিট হলুদ কার্ড পান নেদারল্যান্ডসের অধিনায়ক পার্সি।

প্রথমার্ধে ১-১ গোলে সমতায় বিরতিতে যায় নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া। দলের পক্ষে গোল করেন রোবেন ও টিম কাহিল।

প্রথমে ২০ মিনিটের মাথায় অস্ট্রেলিয়ার জালে বল জড়ান অ্যারিয়েন রোবেন, আর তার ঠিক কয়েক সেকেন্ডের মাথায়ই পাল্টা নেদারল্যান্ডসের জালে বল জড়ান সকারুদের স্ট্রাইকার কাহিল। ৩০ মিনিটে ব্রুসিয়ানোর শট লক্ষ্যভ্রষ্ট না হলে প্রথমার্ধেই এগিয়ে যেতো সকারুরা।

দ্বিতীয় ম্যাচে পার্সি ও রোবেনের তৃতীয় এবং কাহিলের দ্বিতীয় গোল এটি।

খেলার ২৫ মিনিটের মাথায় নেদারল্যান্ড প্রথম কর্নার করে। এছাড়া ২৯ মিনিটের মাথায় ফের আক্রমণ চালায় ডাচরা।

এর আগে ম্যাচের মাত্র ৬ মিনিটের মাথায় অস্ট্রেলিয়ার ডিবক্সে ঢ়ুকে পড়েন রোবেন। তবে বলের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারায় চেষ্টা ব্যর্থ হয়। এসময় পাল্টা আক্রমণে গিয়ে গোলের সুযোগও তৈরি করে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময় বুধবার রাত ১০টায় পোর্তো আলেগ্রের এস্তাদিও বেইরা-রিও স্টেডিয়ামে শুরু হয় নেদারল্যান্ডস-অস্ট্রেলিয়া ম্যাচ।

নেদারল্যান্ডসের পক্ষে মাঠে নেমেছেন-ইয়েম্পার সিইয়েসেন (গোলরক্ষক), রন ভ্লার, ডি ভ্রিজ, মার্টিনিস ইন্দি, দালি ব্লাইন্দ, দে জং, ড্যারিল জানমাত, দে গুজম্যান, রবিনভন পার্সি (অধিনায়ক), ওয়েসলি স্নেইডার ও অ্যারিয়েন রোবেন।

কমলা বিপ্লবীরা খেলছে কোচ লুই ফন হালের তত্ত্বাবধানে।

অপরদিকে সকারুর পক্ষে মাঠে নেমেছেন- ম্যাথু রায়ান (গোলরক্ষক) জ্যাসন ডেভিডসন, চাহিল, ম্যাথু স্পিরানোভিচ, মাইল জেডিনাক (অধিনায়ক), ম্যাককে, ম্যাকগাওয়ান, উইলকিনসন ও ব্রেসিয়ানো।

দলটির কোচের দায়িত্বে রয়েছেন আনজে পোস্তেকোগলু।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।