ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সবার আগে ডাচরা, পিছু পিছু চিলি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
সবার আগে ডাচরা, পিছু পিছু চিলি

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়লাভ করে এবারের ফুটবল বিশ্বকাপের পরবর্তী রাউন্ড সবার আগে নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে দ্বিতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডের টিকিট নিয়ে নিল দক্ষিণ আমেরিকার দেশ চিলিও।



নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দেওয়‍ার পর বুধবার রাতে রিওডি জেনেরিও’র মারাকানা স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারায় আলেক্সিজ সানচেজের দল। আর তাতে গত আসরের রানার আপ দলের পিছু পিছু পরবর্তী রাউন্ডে লড়াইয়ের ছাড়পত্র পেয়ে যায় চিলি।

গ্রুপ ‘বি’ থেকে পরবর্তী রাউন্ডে উঠে যাওয়া নেদারল্যান্ডস-চিলি ‍আগামী ২৩ জুন মুখোমুখি হবে। ওই ম্যাচে মীমাংসা হবে গ্রুপ চ্যাম্পিয়নশিপ লড়াইয়ের।

এছাড়া, এই গ্রুপের আরেকটি অগুরুত্বপূর্ণ খেলা রয়েছে ২৩ জুন স্পেন ও অস্ট্রেলিয়ার মধ্যে।

বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।