ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইংল্যান্ড-উরুগুয়ে একাদশ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, জুন ২০, ২০১৪
ইংল্যান্ড-উরুগুয়ে একাদশ

ঢাকা: ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে পরিচিত ‘ডি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে জীবন-মরণ লড়াইয়ে নামছে ইংল্যান্ড ও উরুগুয়ে। এর আগে দু’দলই নিজেদের প্রথম খেলায় হেরেছে।

ইতালির কাছে হেরেছে ইংল্যান্ড এবং উরুগুয়ে হেরেছে কোস্টারিকার কাছে।

দু’দলই তাদের একাদশ ঘোষণা করেছে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছে উরুগুয়ের স্টাইকার সুয়ারেজ। আজকের ম্যাচে যে দলই হারবে তার বিশ্বকাপ মিশন শেষ হয়ে যাবে। শীর্ষ ১৬তে ওঠার লড়াই থেকে ছিটকে পড়তে হবে যেকোনো একদলকে।

শুক্রবার দিবাগত রাত ১টায় ব্রাজিলের সাও পাওলোর অ্যারিনা কোরিন্থয়ান্স স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবে।

উরুগুয়ে একাদশ
ফার্নান্ডো মুসলেরা (১), দিয়েগো গডম্যান (৩), আলভারো পেরেইরা (৬), হোসে মারমা গিমেনেজ (১৩), মার্টম্যান ক্যাসেরেস (২২), ক্রিস্টিয়ান রড্রামগুয়েজ (৭), নিকোলাস লোডেইরো (১৪), এজিডিও আলভারো রামোস (১৭), আলভারো গনজালেজ (২০), লুইজ সুয়ারেজ (৯), এডিনসন কাভানি (২১)।

কোচ: অস্কার তাবারেজ (উরুগুয়ে)

ইংল্যান্ড একাদশ
জো হার্ট (১), গ্লেন জনসন (২), লেইটন বেইনস (৩), গ্যারি চাহিল (৫), জাগিয়েলকা (৬), স্টেভেন গেরার্ড (৪), ওয়েইন রুনি (১০), ড্যানিয়েল উইলবেক (১১), জর্ডান হেন্ডারসন (১৪), রাহিম স্টালিং (১৯), ড্যানিয়েল স্টুরিজ (৯)।

কোচ : রয় হডসন (ইংল্যান্ড)।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জুন ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।