ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টিকে থাকার লড়াইয়ে ইকুয়েডর-হন্ডুরাস

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, জুন ২১, ২০১৪
টিকে থাকার লড়াইয়ে ইকুয়েডর-হন্ডুরাস

ঢাকা: পরবর্তী রাউন্ডে ওঠার আশা জিইয়ে রাখার লড়াইয়ে মাঠে নেমেছে ইকুয়েডর ও হন্ডুরাস।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় কুরিতিবার অ্যারেনা দে বাইক্সাদা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে তারা।



নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরেছিল ইকুয়েডর, আর ফ্রান্সের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল দুর্বল হন্ডুরাস।

‘ই’ গ্রুপের দুই দলই প্রথম ম্যাচে হেরে যাওয়ায় পরবর্তী রাউন্ডে ওঠার লড়াইয়ে টিকে থাকতে এ ম্যাচে জিততে চাইবে। যারা এ ম্যাচে জয়লাভ করবে পরবর্তী রাউন্ডে ওঠার আশা জিইয়ে থাকবে তাদের। অপর দিকে পরাজিত দলটির বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যাবে।
 
দুই দলের বাঁচা মরার লড়াইয়ে দলের জয়ের জন্য ইকুয়েডরের পক্ষে মাঠে নেমেছেন-ডোমিনগুয়েজ, গুয়াগুয়া, এরাজো, প্যারেডেস, নোবোয়া, জেফারসন মোন্তেরো, অ্যাইয়াওবি, ফিলিপে কাইসেদো, ই. ভ্যালেন্সিয়া, মিন্দা ও  আন্তোনিও ভ্যালেন্সিয়া (অধিনায়ক)।

দলটির কোচের দায়িত্বে রয়েছেন রেইনালদো রুয়াদা।

অপরদিকে হন্ডুরাসের পক্ষে মাঠে নেমেছেন-নোয়েল ভায়াদারেস (অধিনায়ক), মাইনর ফিগেরোয়া, ভিক্তোর বের্নান্দেজ, এমিলিও ইসাগিরে, জেরি বেংটসন, কার্লো কোস্টলি, অস্কার গার্সিয়া, রজার এসপিনোসা, গারিদো, হোর্হে ক্লারোস ও বেকলেস।

দলটি খেলছে কোচ লুই ফের্নান্দো সুয়‍ারেজের তত্ত্বাবধানে।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, জুন ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।