ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

খুলনায় আর্জেন্টিনা ভক্তদের হাজার হাত লম্বা পতাকা মিছিল

মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জুন ২১, ২০১৪
খুলনায় আর্জেন্টিনা ভক্তদের হাজার হাত লম্বা পতাকা মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে গেছে বাংলাদেশের আনাচে-কানাচে। এক্ষেত্রে পিছিয়ে নেই শিল্পনগরী খুলনাও।

লিওনেল মেসি ভক্তরা শনিবার রাত ৯টায় রাজপথে নেমে এসেছেন প্রিয় দলের এক হাজার হাত লম্বা পতাকা নিয়ে।

নগরীর রয়্যালের মোড় থেকে হাজার হাত লম্বা আর্জেন্টিনার এ পতাকা নিয়ে ব্যান্ড পার্টি সহকারে বের হন তালতলা মসজিদ রোডের একদল তরুণ।

বর্ণাঢ্য পতাকা মিছিলের আয়োজক টিটো, কিশোর, দ্বীপ, সদাই, রুবেল, সঞ্জয়, লাভলু, সুজন, দুলাল, অসীম বাংলানিউজকে বলেন, আমরা মেসি ভক্তরা দীর্ঘ এক হাজার হাত আর্জেন্টিনার পতাকা নিয়ে শনিবারের রাতের খেলার জন্য শুভ জানিয়ে আনন্দ মিছিল করেছি। অনেকে পছন্দের দলের জার্সিও কিনেছি।

তারা জানান, বাসা-বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও প্রিয় দলের পতাকা উড়িয়েছেন।

এদিকে দীর্ঘ এ পতাকা মিছিল বের হলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পতাকার দিকে চেয়ে অনেকে অবাক দৃষ্টিতে বলে উঠেন, বাপরে এত্তো বড়ো পতাকা!

বাংলাদেশ সময়:  ২২০০ ঘণ্টা, জুন ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।