ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আক্রমণ ঠেকাতে গলদঘর্ম ইরান

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, জুন ২১, ২০১৪
আক্রমণ ঠেকাতে গলদঘর্ম ইরান ছবি: সংগৃহীত

ঢাকা: খেলার শুরু থেকে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। আর আক্রমণের চাপ সামলাতে গলদঘর্ম হচ্ছে ইরান।

খেলার ১৯ এবং ২৪ মিনিটের মাথায় গোলের সম্ভাবনা সৃষ্টি হয়েছিলো। তবে ঠিকমতো সামলাতে পারেনি আর্জেন্টিনার আক্রমণ ভাগ।

বিশ্বকাপের ২০তম আসরের ‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় খেলায় মাঠে নেমেছে ফেভারিট আর্জেন্টিনা ও ইরান। এর আগে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছে বসনিয়া-হার্জেগোভানিয়াকে। ইরান ড্র করেছে নাইজেরিয়ার সঙ্গে।

শনিবার রাত ১০টায় ব্রাজিলের বেলো হরিজন্তে মাঠে মুখোমুখি হয় এ দু’দল।

আর্জেন্টিনা একাদশ
সার্জিও রোমেরো (১), এজেকুয়েল গ্যারি (২), পাবলো জাবালেটা (৪), ফার্নান্দো গ্যাগো (৫), গঞ্জালো হিগুয়েন (৯), লিওনেল মেসি (১০), অ্যাঞ্জেল ডি মারিয়া (৭), জাভিয়ার মাশচেরানো (১৪), মার্কোস রোয়ো (১৬), ফ্রেডেরিকো ফার্নান্দেজ (১৭), সার্জিও এগুয়েরো (২০)।

কোচ: আলেজান্দ্রো সাবেলা

ইরান একাদশ
আলিরেজা হকিকি (১২), এহসান হাজিসাফি (৩), জালাল হোসেইনি (৪), আমির হোসেন সাদেকি (৫), জাভেদ নেকুনাম (৬), মাসুদ সোজাই (৭), আন্দ্রানিক তেইমুরিয়ান (১৪), পেজমান মন্তাজেরি (১৫), রেজা গুচানেজহাদ (১৬), আশখান দেজাগহ (২১), মেরদাদ পুলাদি (২৩)।

কোচ: কার্লোস কুইরোজ (পর্তুগাল)।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, জুন ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।