ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপে ইংল্যান্ড ১৭, ক্লোসা ১৫

শামীম হোসেন, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, জুন ২২, ২০১৪
বিশ্বকাপে ইংল্যান্ড ১৭, ক্লোসা ১৫ ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ৪ আসরে ইংল্যান্ড দল গোল করেছে ১৭টি। আর জার্মানির তারকা খেলোয়াড় মিরাস্লাভ ক্লোসা সমান আসর খেলে একাই গোল করেছন ১৫টি! ২০১৪ বিশ্বকাপে এখনো তিনি খেলেছেন।

সামনের ম্যাচগুলোতে হয়তো ইংল্যান্ডের দলীয় এ স্কোরকেও ছাড়িয়ে যাবেন ক্লোসা।

ক্লোসা ২০০২ এবং ২০০৬ বিশ্বকাপে ৫টি করে গোল করেন। এরপর ২০১০ সালেও করেন ৪ গোল। সবশেষ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ঘানার সঙ্গে ১৫তম গোলটি করেন।

ব্রাজিলের রোনাল্ডোর হাতে থাকা এতোদিনের বিশ্বকাপের সর্বোচ্চ গোলর রেকর্ডে ভাগ বসালেন ক্লোসা। সর্বোচ্চ গোলের রেকডের তালিকায় আরো রয়েছেন যথাক্রমে গর্ডন মুলার (১৪ গোল), ফন্টেইনে (১৩ গোল) এবং পেলে (১২ গোল)।

রেকর্ডের তালিকায় থাকাদের মধ্যে একমাত্র ৩৬ বছর বয়সী ক্লোসা এখনো খেলছেন। হয়তো এই বিশ্বকাপেই রোনাল্ডোকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড তার দখলে নিয়ে নিবেন। তার ফর্মের দিক বিবেচনা করে বলাই যায় খুব তাড়াতাড়িই তিনি এ রেকর্ডের মালিক হতে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০৬১৪ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।