ঢাকা: খেলা শেষ হলেও দর্শকদের মধ্যে ঘোর ছিল তার গোলটা নিয়ে। কিন্তু তারপরেও কি সবাই নিশ্চিত ছিলেন, কে পাচ্ছেন আর্জেন্টিনা-ইরান ম্যাচের ম্যান অব দা ম্যাচের পুরস্কারটি।
প্রথমে তো বেলো হরাইজন্তের ফিফার প্রেস কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন করে গেলেন দুই দলের কোচ। তারপরই সেখানে সবাইকে অবাক করে দিয়ে ঢুকে পড়েন ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ আর্জেন্টিনার তারকা লিওলেন মেসি। যার বাঁ পায়ের জাদু তখনো ঘোর লাগিয়ে রেখেছিলো সেখানকার গণমাধ্যমকর্মীদের।
তারপরও সেই ঘোর কাটিয়ে একের পর এক ক্লিক ক্লিক আর ফ্ল্যাসে ভরে উঠে বেলো হরাইজন্তের ফিফার প্রেস কনফারেন্স কক্ষ।
শরীর দেখেই বোঝা যাচ্ছিল তিনি কতোটা তৃপ্ত। মেসি বললেন, দ্বিতীয়ার্থে আর্জেন্টিনা মোটেও ভালো খেলেনি। তবু শেষ মুহূর্তে যখন বলটা জালে ঢুকে গেলো, দেখলাম দর্শকদের সেকি উন্মাদনা। সবাই নাচছে, গাইছে। তখন আমারো মনটাই আনন্দে ভরে গেলো।
তবে এদিন আরো বললেন, আরো ভালো করতে হবে আমাদের। টুর্নামেন্ট যতো এগুবে দল তত ভালো করতে থাকবে।
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, জুন ২২, ২০১৪