ঢাকা: চলতি বিশ্বকাপে বেলজিয়াম আলজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় নিয়ে এগিয়ে আছে। রোববার সাবেক সোভিয়েত ইউনিয়নের রাশিয়ার সঙ্গে জয়ী হতে পারলে-ই ‘এইচ’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে পাড়ি জমাবে ইউরোপের এই দেশটি।
রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে রাশিয়ার মুখোমুখি হবে বেলজিয়াম।
উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার কাছে দারুণ জয় নিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করা বেলজিয়ানদের এই ম্যাচ নিয়ে রয়েছে আত্মবিশ্বাস।
এবার ব্রাজিল বিশ্বকাপে থিবাট কর্টিয়াস, ভিনসেন্ত কোম্পানি, ইয়ান ভারতোজেন, এডিন হ্যাজার্ড, মারাউনে ফেলাইনি, জেমস উইটশল, রোমেলু লুকাকু, ড্রিয়েস মার্টিন্স ইউরোপিয়ান ফুটবলের প্রতিষ্ঠিত নাম।
ফুটবল বিশ্বে প্রতিভাবান এ খেলোয়াড়দের নিয়ে বিশ্বকাপের অন্যতম ডার্ক-হর্স খেতাব নিয়ে নিয়েছে বেলজিয়াম। যদিও প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ১-২ গোলের জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে তাদের।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন মারাউনে ফেলাইনি।
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছেন দেশটির খেলোয়াড় ফেলাইনি।
গ্রুপ পর্বের প্রথম খেলায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে সমতাসূচক গোলটিও করেছিলেন মরোক্কান বংশোদ্ভূত ২৬ বছর বয়সী ঝাকড়া চুলের এ খেলোয়াড়।
ইতোমধ্যে বিশ্বকাপ জয় করতে পারলে নিজের ওই আকর্ষণীয় চুল কেটে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ফেলাইনি বলেন,বেলজিয়াম বিশ্বকাপ শিরোপা জিততে সক্ষম। এটা প্রমাণ করতে পারলে, আমি চুল ছেঁটে ফেলার প্রতিশ্রুতি দিচ্ছি।
এদিকে বেলজিয়ানরা কিছুটা অস্বস্তিতে ভূগছে অধিনায়ক ভিনসেন্ট কোম্পানিকে নিয়ে।
নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে খেললেও দুই দিন অনুশীলন করতে পারেননি দলের সঙ্গে।
তবে তাকে নিয়ে আশাবাদী কোচ উইলমটস। তিনি বলেন, সব কিছু ঠিক থাকলে কোম্পানি মাঠে ভালো খেলবে।
বেলজিয়ানদের অধিনায়ক কোম্পানি শেষ পর্যন্ত যদি মাঠে নামতে না পারেন তবে তার জায়গায় থাকতে পারেন রক্ষণ ভাগের খেলোয়াড় নিকোলাস লোম্বার্টস।
তবে ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার দলের জন্য আর্শিবাদ বয়ে আনতে পারেন!
২০০৭ থেকেই রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গে খেলার সুবাদে তিনি রাশিয়ানদের নাড়ি-নক্ষত্র সবই খবর রাখেন।
সংবাদ মাধ্যমকে তিনি বলেন, রাশিয়ার বিপক্ষে আমরা মাঠে বেশ সুবিধা পাবো। আর তা কাজে লাগাতে পারলে তা আমাদের জন্য সুখবর হবে।
এদিকে রাশিয়ানরাও নিজেদের গুছিয়ে নিয়ে বেলজিয়ামের বিপক্ষে প্রস্তুত হচ্ছে।
দায়িত্ব নিয়ে অনেকটা রাশিয়ার ফুটবলকে পরিবর্তন করে দিয়েছেন দেশটির ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলো।
২৫জুন ৬৮ বছরে পা দেওয়া এই ক্যাপেলো তার শিষ্যদের কাছে মারাকানা ম্যাচের জয় চেয়েছেন।
তিনি বলেন, গত ম্যাচের (দক্ষিণ কোরিয়া-রাশিয়া) দ্বিতীয়ার্ধে দল যেভাবে খেলেছে, সেভাবে খেললে সেটাই সম্ভবত আমার জন্মদিনে তাদের দেওয়া সেরা উপহার হতে পারে।
নিজের জন্মদিনে শিষ্যদের কাছে এমন উপহার তো চাইতেই পারেন তিনি। তবে তা শিষ্যরা দিতে পারেন কিনা-তাই দেখতে উদগ্রীব পুরো বিশ্ব।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জুন ২২, ২০১৪