ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হারের দুই কারণ: ইরান কোচ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জুন ২২, ২০১৪
হারের দুই কারণ: ইরান কোচ

ঢাকা: ইরান ভালো খেলেছে বলার অপেক্ষা রাখে না। মাঠের পজিশন, গোলমুখে শট, কর্নার এসব হিসাবে নিলে কোনোভাবেই বলা যাবে না ইরানের ফুটবলাররা শিরোপা প্রত্যাশীদের সঙ্গে একেবারে ম্লান ছিলো।



বরং বলা ভালো, ইরানি ডিফেন্সকে কখনো কখনো দুঃস্বপ্নের মতো লাগার কথা আর্জেন্টিনার। সবকিছুকে ছাপিয়ে খেলার শেষ মুহূর্তে মেসির বা পায়ের শটটা না হলে বেকায়দায় পড়তে হতো আর্জেন্টিনাকে। রক্ষণভাগটা এমনি প্রচীর করে রেখেছিলো এশিয়ার দেশটি।

কিন্তু এতো কিছুর পরেও ইরানি ডিফেন্স আর গোলকিপার হাঘিগিকে পরাস্ত করেন মেসি। ব্যাপারটা যেন মানতেই পারছিলেন না হাঘিগি। খেলা শেষে অঝোরে কাঁদছিলেন। সারা খেলায় আর্জেন্টিনাকে রুখে দিলেও অতিরিক্ত সময়ের ৯১ মিনিটে মেসির কাছে হেরে যান হাঘিগি তথা ইরান।


ইরানের কোচ কার্লোস কুইজ খেলা শেষে সেটাই বললেন বেলো হরাইজন্তের ফিফার প্রেস কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে।

সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, হারের কারণ কী?

কার্লোস কুইজ এর উত্তর, দুটি কারণে আমরা হেরেছি। এক. মেসি আর দ্বিতীয়টি পেনাল্টি না পাওয়া।

ছেলেরা ভাল খেলেছে, এই হার আমাদের প্রাপ্য ছিলো না, যোগ করেন কার্লোস কুইজ।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।