ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসির গোলের আনন্দ চিৎকারে গলা বসলো লিজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জুন ২২, ২০১৪
মেসির গোলের আনন্দ চিৎকারে গলা বসলো লিজার সানিয়া সুলতানা লিজা

ময়মনসিংহ: খেলার একেবারে শেষের দিকেও গোল না হওয়ায় খুব টেনশনে ছিলাম। কিন্তু মেসির দুর্দান্ত শটে গোল হতেই গলা ফাটিয়ে চিৎকার করেছি।

এ কারণে এখন গলা বসে গেছে।

আর্জেন্টিনার বিজয়ের পর শনিবার দিনগত রাত ১২টার দিকে মুঠোফোনে বাংলানিউজের কাছে নিজের উল্লাসের এমন প্রতিক্রিয়ার কথা জানান জনপ্রিয় কন্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। ময়মনসিংহের গৌরীপুরের গর্ব ক্লোজআপ ওয়ান তারকা লিজা আর্জেন্টিনার কট্টর সমর্থক।

ভাঙা গলায় তিনি বলেন, মেসির গোলে জিতেছে আর্জেন্টিনা। আমি খুব খুশি।

ইরানের সঙ্গে আর্জেন্টিনার কম গোলে জয়ের প্রসঙ্গে লিজা বলেন, খেলার পুরোটা সময় রক্ষণাত্মক ফুটবল খেলেছে ইরান। তারা আর্জেন্টিনার একেকজন খেলোয়াড়ের পেছনে তাদের ৪ থেকে ৫ জন করে খেলোয়াড় দিয়ে গার্ড দিয়েছে।

এরপরেও অনেক আক্রমণাত্মক ফুটবলশৈলী উপহার দিয়েছেন আর্জেন্টাইনরা। কারণ, তাদের আক্রমণভাগ বিশ্বের সবচেয়ে সেরা ও বিপজ্জনক।

আর্জেন্টিনার খেলোয়াড়রা ছোট ছোট। ওদের তুলনায় ইরানের খেলোয়াড়ররা অনেক লম্বা। এদিক থেকে পায়ের নৈপুণ্য প্রদর্শনের চেয়ে গায়ের শক্তিতে খেলেছে ইরান। এ কারণে গোল পেতে আর্জেন্টিনাকে বেগ পেতে হয়েছে- যোগ করেন এক সময়কার কৃতী ব্যাডমিন্টন খেলোয়াড় লিজা।

আর্জেন্টিনা-ইরান ম্যাচ শুরুর আগে শনিবার বিকেলে বাংলানিউজের কাছে এ ক্লোজআপ তারকা বলেছিলেন, লিওনেল মেসি ২ গোল করবেন। এ প্রসঙ্গ তুলে ধরতেই হাসিতে ফেটে পড়েন লিজা। তিনি বলেন, আমার বিশ্বাস ছিল মেসি ভালো খেলবেন। দুই গোল করবেন।

মেসি প্রত্যাশামাফিক খেলেছেন। এক গোল পেয়েছেন। দুই ম্যাচে দুই গোল তো করেছেন। তার হাত ধরেই আর্জেন্টিনা এবার ব্রাজিল বিশ্বকাপ জিতবে- এমন আশাবাদ এ ক্লোজআপ তারকার।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।