ঢাকা: ফুটবল হিরোরা তাদের বুটজোড়া সব সময় আঁটসাঁট করে বাঁধতে জানেন। কিন্তু সেই হিরোরা আরও বড় হিরো বনে যান যখন তারা অন্যের পায়ে হাত লাগিয়ে বুটজোড়া বেঁধে দেন।
এমনই একটি ঘটনা ঘটেছে চিলি-অস্ট্রেলিয়ার গত ম্যাচের আগে।
অন্য খেলোয়াড় ও শিশুদের সঙ্গে খেলা শুরুর আগের আনুষ্ঠানিকতার সময় একটি প্রতিবন্ধী ফুটবল ভক্ত শিশুর হাত ধরে মাঠে ঢুকেছিলেন অস্ট্রেলিয়ান খেলোয়াড় মার্ক ব্রেসসিয়ানো। কিন্তু মাঠে হঠাৎ লক্ষ্য করলেন শিশুটির বুটজোড়ার ফিতা খুলে গেছে এবং শিশুটি ফিতা না বাঁধতে পেরে খুব অস্বস্তিবোধ করছে।
ব্রেসসিয়ানো কোনো রকম দ্বিধা না করে বসে পড়ে নিজের হাতে বেঁধে দিলেন শিশুটির বুটজোড়ার ফিতা।
এই হৃদয়ছোঁয়া মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রী প্রিয়র। ছবিটি ফক্স স্পোর্টসের জরিপে বিশ্বকাপের সবচেয়ে ‘এনডিউরিং ইমেজ’ বা দীর্ঘস্থায়ী নির্বাচিত হয়েছে।
ছবিটি সাধারণ দৃষ্টিতে দেখতে হয়তো স্বাভাবিক মনে হবে। কিন্তু এতটুকুই আমরা ক’জন করি।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জুন ২২, ২০১৪