ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পর্তুগাল-যুক্তরাষ্ট্র একাদশ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
পর্তুগাল-যুক্তরাষ্ট্র একাদশ

ঢাকা: বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল। এরই মধ্যে একাদশ ঘোষণা করা হয়েছে দু’দলেরই।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগাল ৪-০ হেরে যায় জার্মানির কাছে। অন্যদিকে ঘানাকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার ভোর ৪টায় ব্রাজিলের মানাউস শহরের এরিনা অ্যামাজোনিয়া মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে।

দু’দলের মধ্যকার লড়াইয়ে বিশ্বকাপে তাদের সর্বশেষ সাক্ষাত হয়েছিল ২০০২ সালের দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপে। হাড্ডাহাড্ডি সেই লড়াইয়ে যুক্তরাষ্ট্র জিতেছিল ৩-২ গোলে। এক জোড়া আত্মঘাতী গোল হয়েছিল সে ম্যাচটিতে। ফলে আজকের ম্যাচে যুক্তরাষ্ট্রের গাঁযে সেঁটে গেছে ফেভারিটের তকমা।

পর্তুগাল একাদশ
বেটো (২২), ব্রুনো আলভেস (২), মিগুয়েল ভেলোসো (৪), ক্রিস্টিয়ানো রোনাল্ডো (৭), জোয়াও মুতিনহো (৮), রিকার্ডো কস্তা (১৩), রাউল মিরেলেস (১৬), নানি (১৭), আন্দ্রে আলমেইদা (১৯), হোয়াও পেরেইরা (২১), হেলডার পস্টিগা (২৩)।
কোচ: বেনেটো পাওলো (পর্তুগাল)

যুক্তরাষ্ট্র একাদশ
টি হাওয়ার্ড (১), ফ্যাবিয়ান জনসন (২৩), জিওফ ক্যামেরন (২০), ডামার্কাস বিসলি (৭), ম্যাট বেসলার (৫), কাইল বেকারম্যান (১৫), আ্যালেজান্দ্রো বিদয়া (১১), মাইকেল ব্রাডলি (৪), জারমেইন জোন্স (১৩), জি জুসি (১৯), ক্লিন্ট দেম্পশে (৮)।

কোচ: ক্লিন্সম্যান জার্গেন (জার্মানি)

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।