ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

ডাচ কোচকে স্টুপিড বললেন স্কলারি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
ডাচ কোচকে স্টুপিড বললেন স্কলারি

ঢাকা: এবার নেদারল্যান্ডের কোচ লুইস ফন গালকে একহাত নিলেন ব্রাজিলিয়ান কোচ লুইস ফেলিপ স্কলারি। বেজায় ক্ষেপেছেন তিনি।

বিশ্বকাপের শিডিউলই ব্রাজিলকে দ্বিতীয় রাউন্ডে কার সঙ্গে খেলবে সে সুবিধা পাইয়ে দিয়েছে-- গালের এমন মন্তব্যকে ‘স্টুপিড’ আখ্যা দিলেন স্কলারি।

ফিফার দিকে আঙুল তুলে ফল গাল বলেন, ফিফা ব্রাজিলকে সুবিধা পাইয়ে দিয়ে ‘নোংরা কূট খেলা’ খেলছে।

ডাচ কোচের বক্তব্যকে ‘স্টুপিড ও অসুস্থ মানসিকতা’ আখ্যা দিয়ে স্কলারি বলেন, কেউ কেউ বলছেন আমরা পছন্দ করেছি কারা পরবর্তী রাউন্ডে আমাদের সঙ্গে খেলতে যাচ্ছে। এসব বক্তব্য যারা দিচ্ছেন তারা ‘স্টুপিড’ অথবা ‘অসুস্থ মানসিকতার’। আমি আবারও বলতে চাই তারা ‘স্টুপিড’ অথবা ‘অসুস্থ মানসিকতার’।

তিনি আরও বলেন, আমাদের কোয়ালিফাইং ম্যাচ খেলতে হয়েছে। আমরা প্রতিপক্ষ নির্ধারণ করি নি। এটা ফিফার বিষয়।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার এমন কারো কথায় গুরুত্ব দিচ্ছেন যারা আজেবাজে বকছে।

ফন গাল বলেন, আমরা জয়ের জন্য চিলির বিরুদ্ধে খেলতে নামব। আমি মনে করি আমাদের ম্যাচ শেষে ব্রাজিল মাঠে নামবে। এটা তাদের খেলাকেও প্রভাবিত করবে।
তিনি আরও বলেন, আমার ধারণা ব্রাজিল নেদারল্যাল্ডসের মুখোমুখি হতে চায় না। আমরা অনেক গোল করেছি ম্যাচগুলোতে, এটা সত্য। আমরা অনেক ভালো গোলও করেছি-এটাও সত্য।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুন ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।