ঢাকা: গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যে দেশের ফিরতি ফ্লাইট নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন ফুটবল দল। সোমবার আনুষ্ঠানিকতার শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ম্যাচের মূল একাদশ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। ১৩ জুন প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলে হারের পর ১৮ জুন চিলির বিপক্ষে জাভি ও পিকেকে বাদ দিয়ে মাঠে নামে স্পেন। ওই ম্যাচেও চিলির বিপক্ষে ২-০ গোলে হারে স্প্যানিশরা।
সোমবার শেষ ম্যাচে সকারুদের বিপক্ষে মাঠে নামার আগে ওই দুইজন ছাড়াও আগের দুই ম্যাচে খেলা আরও সাত জনকে ছাঁটাই করা হয়। ছাঁটাইয়ে কাটা পড়েছেন-গোলরক্ষক ইকার ক্যাসিয়াস, অ্যাসপ্লিকুয়েটা, ডেভিড সিলভা, দিয়েগো কস্তা, জাভি মার্টিনেজ, পেড্রো ও বুসকুয়েট।
স্পেন একাদশ: রেইনা (গোলরক্ষক), আলবিওল, জুয়ানফ্রান, ইনিয়েস্তা, ভিলা, তরেস, অ্যালানসো, রামোস (অধিনায়ক), কোক, আলবা ও ক্যাজোরলা।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৪