ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ডাচদের টক্কর দিচ্ছে চিলিয়ানরা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
ডাচদের টক্কর দিচ্ছে চিলিয়ানরা ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যাচ শুরুর আগে অ্যারিয়েন রোবেন-ওয়েসলি স্নেইডারদের দল নেদারল্যান্ডসকে ফেভারিট বলা হলেও চিলির বিপক্ষে তাদের লড়াইয়ের প্রথমার্ধ পর্যন্ত উল্টো চিত্রই ফুটে উঠেছে। গোলশূন্য ম্যাচে এখন পর্যন্ত বল দখলে চিলিয়ানদের সঙ্গে পাত্তাই পাচ্ছেন না রোবেন-স্নেইডাররা।

তাদের ৭৩ শতাংশ বল দখলের বিপরীতে ২৭ শতাংশ বল দখল নিয়ে খেলছেন ডাচ খেলোয়াড়রা।

তবে অন্য দিক দিয়ে নেদারল্যান্ডসই এগিয়ে রয়েছে। তারা চিলির গোলপোস্ট লক্ষ্য করে শট নিয়েছে ৭টি। প্রত্যেকটিই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। আবার চিলিয়ানরা ডাচদের গোলপোস্টে শট নিয়েছে ৩টি। তাদের শটগুলোও লক্ষ্যভ্রষ্ট।

ট্যাকল জয়ের পাশাপাশি ফাউলেও এগিয়ে রয়েছেন রোবেন-স্নেইডাররা। ডাচদের ১৬টি ট্যাকল জয় ও ১৪টি ফাউলের বিপরীতে সানচেজের চিলি ট্যাকল জয় করেছে ৩টি এবং ফাউলে অভিযুক্ত হয়েছে ৭ বার।

ম্যাচে একটি মাত্র কর্নার কিক করেছে চিলি। বল গোলপোস্টে জড়াতে গিয়ে অফসাইডেও একবার ধরা পড়েছেন তারা। আবার একটি মাত্র হলুদ কার্ডও হজম করতে হয়েছে ডাচদের। খেয়েছেন ফ্রান্সিসকো সিলভা।

খেলার মাত্র ২ মিনিটের মাথায়ই ফাউল করেন নেদারল্যান্ডসের জেরমেইন লেন্স। একইসময়ে ম্যাচের প্রথম ফ্রি কিক করেন চিলির গেরি মেডেল। অবশ্য, চার মিনিটের মাথায়ই এবার ডাচদের পক্ষে ফাউল করেন অধিনায়ক অ্যারিয়েন রোবেন। তার ফাউলের সুবাদে পাওয়া ফ্রি কিক ফের নেন চিলিয়ানদের পক্ষে মেডেল।

খেলার ৫ মিনিটের মাথায় হ্যান্ডবলে হতভম্ব হন ডাচ নিগেল দে জং।

২৫ মিনিটের মাথায় প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে অসদাচরণের দায়ে হলুদ কার্ড হজম করতে হয় সিলভাকে।

দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করার পর সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় সাও পাওলোর অ্যারেনা কোরিন্থিয়ানস স্টেডিয়ামে গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ে মাঠে নামে ‘বি’ গ্রুপের শীর্ষ দল দু’টি।

লড়াইরত দু’টি দলেরইল লক্ষ্য, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলকে এড়িয়ে যেতে হবে। কারণ দল দু’টি মনে করছে ব্রাজিল এ গ্রুপের চ্যাম্পিয়ন হবে, সেক্ষেত্রে ‘বি’ গ্রুপে যারা চ্যাম্পিয়ন হবে তাদের নকআউট পর্বে ব্রাজিলের মুখোমুখি হতে হবে না। অর্থাৎ এ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে বি গ্রুপের রানারআপের সঙ্গে, আর বি গ্রুপের চ্যাম্পিয়নের মুখোমুখি হতে হবে এ গ্রুপের রানারআপের সঙ্গে, এক্ষেত্রে ক্রোয়েশিয়া অথবা মেক্সিকো হতে পারে নেদারল্যান্ডস বা চিলির নকআউট প্রতিদ্বন্দ্বী।

দলের জয়ের জন্য ডাচদের পক্ষে মাঠে খেলছেন- সিয়েসেন, ভ্লার দে ভ্রিজ, ব্লাইন্ড, দে জং, জানমাত, ওয়েসলি স্নেইডার, অ্যারিয়েন রোবেন (অধিনায়ক), কুয়াত লেন্স ও উইজনালদাম।  

ডাচদের দলে তিনটি পরিবর্তন এসেছে। মার্টিনস ইন্ডির জায়গায় খেলছেন উইজনালদাম, ডি গুজম্যানের জায়গায় কুয়াত, আর আগের দুই ম্যাচে হলুদ কার্ড পেয়ে এ ম্যাচে ছিটকে পড়া ফন পার্সির জায়গায় খেলছেন লেন্স।

কোচ লুইস ফন গালের তত্ত্বাবধানে খেলছেন ডাচ ফুটবলযোদ্ধারা।

অপরদিকে চিলির পক্ষে মাঠে নেমেছেন- ব্রাভো (অধিনায়ক), মেনা, ইসলা, সিলভা, আলেক্সিজ সানচেজ, ভারগাস, গুটিয়েরেজ, মেডেল, জারা, অ্যারাগুইজ ও দায়াজ।

এ দলে রয়েছে একটি পরিবর্তন। দলটির আজকের লড়াইয়ে এ. ভিদালের জায়গায় নেমেছেন গুটিয়েরেজ।

লাতিন আমেরিকার ফুটবলের নয়াশক্তি চিলি খেলছে কোচ জর্জ সাম্পাওলির তত্ত্বাবধানে।

ম্যাচটিতে বাঁশি হাতে দৌঁড়াচ্ছেন গাম্বিয়ার রেফারি বাকারি গাসামা।

নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলে উড়িয়ে দেয় গতবারের রানারআপ নেদারল্যান্ডস। দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়ার সঙ্গে ৩-২ গোলে জয় তুলে নেয় তারা।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারানোর পর স্পেনকেও ২-০ গোলে হারিয়ে চমকে দেয় সানচেজের চিলি।

এর আগে, মাত্র একবার মুখোমুখি হয়েছিল ডাচ ও চিলিয়ানরা। সেবার ২-২ গোলে মীমাংসা হয়েছিল দুই দলের ফুটবল লড়াই।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, জুন ২৩, ২০৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।