ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আবারো ক্লাবের বিরুদ্ধে অভিযোগ তোরের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
আবারো ক্লাবের বিরুদ্ধে অভিযোগ তোরের ইয়া ইয়া তোরে

ঢাকা: ছোট ভাইয়ের মৃত্যুর আগে তার পাশে থাকতে দিতে চায়নি ম্যানচেস্টার সিটি, এমন অভিযোগ তুলেছেন ইয়া ইয়া তোরে।

গত সপ্তাহে আইভরি কোস্টের দুই ভাই ইয়াইয়া তোরে ও কলো তোরের অনুজ ইব্রাহিম তোরে মৃত্যুবরণ করেন।

ক্যান্সারে আক্রান্ত ইব্রাহিম তোরে ম্যানচেস্টারের একটি হাসপাতালে ভর্তি ছিলেন।

আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়া ইয়া তোরে দাবি করছেন, তিনি যখন সিটির পক্ষে খেলছিলেন, তখন তিনি অসুস্থ ভাইকে দেখতে যেতে চেয়েছিলেন। কিন্তু ম্যান সিটি থেকে অনুমতি না পাওয়ায় তিনি তার ভাইকে দেখতে যেতে পারেন নি।

তিনি বলেন, ‘মৌসুমের শেষের দিকে চার-পাঁচদিনের জন্য আমি আমার ভাইয়ের পাশে থাকতে চেয়েছিলাম। কিন্তু সিটি চায়নি আমি সেখানে যাই। আমি ভাইয়ের পাশে না থেকে আবুধাবীতে শিরোপা উৎযাপনের অনুষ্ঠানে গিয়েছিলাম। কিন্তু কলো তোরে সে সময় ছোট ভাইয়ের পাশে ছিল। ’

এর আগে ইয়া তোরে তার জন্মদিনে ক্লাবের কেউ শুভেচ্ছা জানায়নি বলে ক্লাবের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। আর এবার ভাইয়ের মৃত্যুর আগে তার পাশে ক্লাব থাকতে দেয়নি বলে অভিযোগ তুললেন।

চলতি বিশ্বকাপে তোরে ভাতৃদ্বয় আইভরি কোস্টের হয়ে বিশ্বমঞ্চে খেলছেন। এরফলে ভাইয়ের মৃত্যুতে তারা দেশে ফেরত যেতে পারেন নি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘন্টা, ২৪ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।