ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

রিয়ালে যোগ দিচ্ছেন ফ্যালকাও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, জুন ২৪, ২০১৪
রিয়ালে যোগ দিচ্ছেন ফ্যালকাও রাদামেল ফ্যালকাও

ঢাকা: ২০১৪ বিশ্বকাপ শেষে কলম্বিয়ার স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও মোনাকো ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিবেন বলে একটি রিপোর্ট থেকে জানা গেছে।

এক বিবৃতি থেকে জানা যায়, ফ্যালকাও ইতোমধ্যেই স্প্যানিস এই ক্লাবের সঙ্গে চুক্তির সব কিছু ঠিক করে ফেলেছেন।

এর আগে তিনি ক্লাব পরিবর্তনের কথা জানিয়েছিলেন। মোনাকোতে খেলার আগে এই কলম্বিয়ান অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে খেলেছেন। তার আগে তিনি ছিলেন পোর্তো ও রিভার প্লেটে।

এবারের বিশ্বমঞ্চে ফ্যালকাও জাতীয় দলের স্কোয়াডে থেকেও ব্রাজিলের মাঠে নামতে পারেন নি ইনজুরির কারণে ছিটকে পড়েছেন বলে।

দেশের হয়ে ২৮ বছর বয়সী ফ্যালকাও খেলেছেন ৫১টি ম্যাচ। গোল করেছেন ২০টি। আর বিভিন্ন ক্লাবের হয়ে ২০০৫ সালের পর থেকে খেলেছেন ২২৬টি ম্যাচ। গোল করেছেন ১৩৬টি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘন্টা, ২৪ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।