ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

ফুটবল

মঙ্গলবার বিশ্বকাপের ৪ খেলা

বিশ্বকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, জুন ২৪, ২০১৪
মঙ্গলবার বিশ্বকাপের ৪ খেলা

ঢাকা: ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে মঙ্গলবার ৪টি খেলা অনুষ্ঠিত হবে।

এরমধ্যে রাত ১০টায় মুখোমুখি হবে ইতালি-উরুগুয়ে এবং ইংল্যান্ড-কোস্টারিকা।

দুই ম্যাচে সমান সংখ্যক জয়-পরাজয়ে সমান ৩ পয়েন্ট নিয়ে লড়বে ইতালি আর উরুগুয়ে। এই লড়াই মূলত উভয় দলের শেষ ষোল নিশ্চিত করার লড়াই।

এদিকে, দুই ম্যাচে জয় পাওয়া গ্রুপ ‘ডি’ চ্যাম্পিয়ন কোস্টা রিকা লড়বে ইংল্যান্ডের বিপক্ষে। দুই ম্যাচে জয়ের মুখ না দেখা ইংল্যান্ডের পয়েন্ট শূন্য।

বুধবার দিবাগত রাত ২টায় অপর দুই ম্যাচে জাপান কলম্বিয়ার সঙ্গে এবং গ্রিস আইভরি কোস্টের সঙ্গে লড়বে। প্রত্যেকে ২ ম্যাচ করে খেলা কলম্বিয়া, আইভরি কোস্ট, জাপান ও গ্রিসের পয়েন্ট যথাক্রমে ৬, ৩, ১ ও ১।

কলম্বিয়া শেষ ষোল আগেই নিশ্চিত করেছে। বাকিদের মধ্যে কোন দল পরবর্তী রাউন্ডে যাবে তার হিসাব-নিকাশ হবে আজকের খেলা থেকেই।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।