ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চীনে কাদামাটির বিশ্বকাপ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
চীনে কাদামাটির বিশ্বকাপ

ঢাকা: ফিফা ব্রাজিল বিশ্বকাপের আনন্দে মেতেছে বিশ্ব। নিজেদের দেশে এ আনন্দ ধরে রাখতে চীনের রাজধানী বেইজিং-এ শুরু হয়েছে কাদামাটির বিশ্বকাপ।



৪৮টি ফুটবল দলের অংশগ্রহণে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় মোট ৩৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

চব্বিশ মিনিটের এ খেলায় প্রত্যেক দলে খোলোয়াড় সংখ্যা ৬ জন। তবে একজন নারী খেলোয়াড় বাধ্যতামূলক।

পঁচিশ মিটার দীর্ঘ ও ১৫ মিটার চওড়া জলাভূমিতে খেলা হয় ম্যাচ।

প্রত্যেকের জন্য সুখী ও স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করাই টুর্নামেন্টের লক্ষ্য।

নব্বই দশকে ফিনল্যান্ডে শুরু হওয়া কাদামাটিরে এ ফুটবল ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পৃথিবীর অন্যান্য দেশে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।