ঢাকা: ডি গ্রুপ থেকে বিশ্বকাপের নক-আউট পর্বে ওঠার জীবন-মরণ লড়াইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।
ইতোমধ্যেই ‘ডি’ গ্রুপ থেকে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড বিদায় নিয়েছে।
ব্রাজিলের নাতালের দাস দুনাস স্টেডিয়ামে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১০টায়।
ইতালি একাদশ:
জিয়ানলুগি বুফোন (গোলরক্ষক), গিয়র্গি চিয়েলিনি, আন্দ্রে বারজাগলি, লিওনার্দো বুনোচ্চি, মাতিও দারমিয়ান, ক্লাদিও মারচিশিও, আন্দ্রেয়া পিরলো, মারিও বালোতেল্লি, সিরো ইমমোবাইল
কোচ: সিজার প্রানদেল্লি
উরুগুয়ে একাদশ:
ফারনান্দো মুসলেরা (গোলরক্ষক), দিয়েগো গডিন, আলভারো পেরেরা, হোসে গিমেনেজ, মার্টিন ক্যাকারাস, ক্রিস্টিয়ান রড্রিগেজ, নিকোলাস লোডেইরো, আলভারো রিওস, আলভারো গঞ্জালেজ, লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি।
কোচ: ওস্কার তাভারেজ
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জুন ২৪, ২১০৪