‘ডি’ গ্রুপের মান বাঁচানোর লড়াইয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড। প্রতিপক্ষ এবারের শক্তিশালী কোস্টারিকা।
খেলার শুরু থেকেই দুই দল সমান সমান আক্রমণ করে। বল দখলের লড়াইয়েও কোস্টারিকা ৫১ ভাগ ও ইংল্যান্ড ৪৯ ভাগ। ইংল্যান্ড শট (অন গোল) করে দুইটি আর কোস্টারিকা একটি। খেলার ১২ ও ১৮ মিনিটে ইংল্যান্ডের ড্যানিয়েল স্টুরিজ (৯) দুইটি সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হয়।
কোস্টারিকা দলে দুইজন খেলোয়াড় পরিবর্তন হলেও ইংল্যান্ডে পরিবর্তন আনা হয়েছে নয়জনকে।
কোস্টারিকা একাদশ: কেইলর নাভাস (১), গিয়ানকার্লো গনজালেজ (৩), অস্কার ডুয়ার্ট (৬), জুনিয়র দিয়াজ (১৫), ক্রিস্টিয়ান গামবোয়া (১৬), রয় মিলার (১৯), চেলসো বোরগেস (৫), রায়ান রুইজ (১০), র্যান্ডাল ব্রেনেস (১৪), ইয়েলেতসিন তেজেদা (১৭), জোয়েল ক্যাম্পবেল (৯)।
ইংল্যান্ড একাদশ: বেন ফস্টার (১৩), গ্যারি চাহিল (৫), ক্রিস স্মালিং (১২), ফিল জোন্স (১৬), লুক শা (২৩), জ্যাক উইলশায়ার (৭), ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (৮), এডাম লালানা (২০), জেমস মিলনে (১৭), ড্যানিয়েল স্টুরিজ (৯),
ফেসার ফ্রস্টার (২২), রস বার্কলি (২১)।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ২৪, ২০১৪