ঢাকা: দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে ইরানের স্ট্রাইকারে গুচান্নেজাদের দেওয়া গোলে সমতায় ফেরার চেষ্টা করলেও এর ২ মিনিট পর ভ্রাসাজেভিচের গোলে ব্যবধান ৩-১ করে নিলো বসনিয়া।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে মিরালেম পেনজিকের প্রথম বিশ্বকাপ গোলে ২-০-তে এগিয়ে গেলো বসনিয়া।
এর আগে প্রথমার্ধে এডিন জেকোর গোলে ১-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধে শেষ করে বসনিয়া। ইরানের বিপক্ষে আজকের ম্যাচ জিততে পাললে সান্তনার জয় নিয়ে বিদায় নিতে পারবে বসনিয়া-হার্জেগোভিনা। অন্যদিকে ইরানকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে।
বসনিয়া-ইরানের অনেক সমীকরণ সামনে রেখেই বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে খেলছে ইরান।
অবশেষে গোল পেয়েছে বসনিয়া তারকা খেলোয়াড় এডিন জেকো। ইরানের সঙ্গে খেলার ২৩ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ের শটে বল জালে জড়ায় ইরানের। এডিন জেকোর গোলের দুই মিনিট পরেই সোজায়েইর একটি শট গোলবারে লাগলে ব্যবধান দ্বিগুণ করতে ব্যর্থ হয় বসনিয়া।
এর আগে ৯ মিনিটেও সুচিচের বাড়ানো ক্রস থেকে হেড করেছিলো জেকো। এ যাত্রায় কোন বিপদ হয়নি ইরানের।
এর মধ্যে খেলার ৩১ মিনিটে ইরানের এহেসানের বাম পায়ের একটি শট গোল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিলা। তবে কোনো বিপদ হয়নি বসনিয়ার।
বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় ইউরোপীয় দলটির বিপক্ষে সালভেদরের অ্যারেনা ফন্তে নোভায় মাঠে নেমেছে এশিয়ার প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৪