ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দেশের প্রয়োজনে দলে থাকতে চান পিরলো

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
দেশের প্রয়োজনে দলে থাকতে চান পিরলো

ঢাকা: ইতালির মিডফিল্ডার আন্দ্রেস পিরলো বলেছেন, আন্তর্জাতিক ফুটবলে তার অবসরের সিদ্ধান্ত থেকে তিনি সরে আসতে পারেন।

৩৫ বছর বয়সী জুভেন্টাসের এই তারকা ফুটবলার চলতি বিশ্বকাপের আগে ঘোষণা দিয়েছিলেন ব্রাজিলের বিশ্বকাপ শেষে তিনি ফুটবল অঙ্গন থেকে অবসর নিবেন।

তবে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া ইতালির এই মিডফিল্ডার বলেছেন, ‘যদি আমাদের জাতীয় দলের নতুন কোচ আমাকে দলে প্রয়োজন মনে করেন, তবে অবশ্যই আমি খুশি মনে দলে ফিরব। ’


পিরলো ইতালির হয়ে ১১২টি ম্যাচ খেলে গোল করেছেন ১৩টি। ২০০২ সালে তিনি ইতালির হয়ে অভিষিক্ত হন। ২০০৬ সালের বিশ্বকাপ জিততে দলকে তিনি সহায়তা করেছিলেন।

এছাড়া তিনি মিলানের হয়ে খেলেছেন ২৮৪টি ম্যাচ। যেখানে তার গোল সংখ্যা ৩২টি। জুভেন্টাসের হয়ে শততম ম্যাচ থেকে একটি মাত্র ম্যাচ দূরে থাকা পিরলো এই ক্লাবের হয়ে গোল করেছেন ১২টি।

পিরলোর ইতালি ২-১ গোলে ইংল্যান্ডের বিপক্ষে জিতলেও কোস্টারিকা ও উরুগুয়ের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। উরুগুয়ের সঙ্গে হারের পর কোচ সিজার প্রানদেল্লি পদত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘন্টা, ২৬ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।