ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সুয়ারেজের বিশ্বকাপ শেষ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
সুয়ারেজের বিশ্বকাপ শেষ

ঢাকা: বিশ্বকাপে ম্যাচ চলাকালীন সময়ে প্রতিপক্ষের ফুটবলারকে কামড় দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় উরুগুয়ের ফুটবল তারকা লুইস সুয়ারেজকে পরবর্তী নয় ম্যাচ ও চার মাসের জন্য যে কোনো ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বৃহস্পতিবার ফিফা ইন্ডিপিন্ডেন্ট ডিসিপ্লিনারি কমিটি এ সিদ্ধান্তের কথা জানায়।




এর ফলে এবারের বিশ্বকাপে আর কোনো ম্যাচ খেলতে পারবেন না সুয়ারেজ। আগামী ২৮ জুন নকআউট পর্বে কলম্বিয়ার বিপক্ষে সুয়ারেজকে ছাড়াই মাঠে নামতে হবে উরুগুয়েকে।

ওই ঘটনার জন্য নিষিদ্ধের পাশাপাশি সুয়ারেজকে পয়ষট্টি হাজার আটশ’ পাউন্ড জরিমানা করেছে ফিফা।

গত মঙ্গলবার নকআউট পর্বে ওঠার লড়‍াইয়ে ইতালির গিয়র্গিও চিয়েল্লিনিকে কামড় দিয়ে আলোচনায় আসেন সুয়ারেজ। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হওয়ায় তদন্ত শুরু করে ফিফা। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় সুয়ারেজকে এ শাস্তি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুন ২৬, ২০১৪/আপডেট: ২০৩৯ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।