ঢাকা: এবারের বিশ্বকাপের প্রথম পর্বের ৪৮তম খেলায় মাঠে নামছে আলজেরিয়া ও রাশিয়া। বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাত ২টায় গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় মুখোমুখি হচ্ছে দল দু’টি।
এইচ গ্রুপ থেকে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে ব্রাজিলের কুরিতিবার অ্যারিনা দ্যা বাইজাদা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এর আগে দল দু’টির একবার লড়াইয়ের ফলাফল ২-২ গোলে ড্র। তাই বৃহস্পতিবারের এ ম্যাচ একদিকে এগিয়ে যাওয়ার, অপরদিকে নকআউটে ওঠার লড়াই।
গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে হারে আলজেরিয়া। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-২ গোলে বিশাল জয় তুলে নেয় দলটি।
অপরদিকে, প্রথম ম্যাচে রাশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র ও দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।
বৃহস্পতিবারের ম্যাচের জন্য ইতোমধ্যে একাদশ ঘোষণা করেছে দল দু’টি। উভয় দলে একটি পরিবর্তন আনা হয়েছে। কানুনিকভকে বসিয়ে কারজাকভকে নামাচ্ছে রাশিয়া। অন্যদিকে বৌঘেরাকে বসিয়ে বেলকালেমবে নামাচ্ছে আলজেরিয়া।
ফাবিও ক্যাপেলা তত্ত্বাবধানে রাশিয়ার হয়ে মাঠে নামছেন- আকিনফিভ, কোজলোফ, ইগনাশোয়েচ, গ্লাসকফ, ককরিন, কারজাকভ, বিরেজোৎস্কি, সাতভ, সামেডভ, ফাইয়াজুলিন ও কমবারোভ।
ভাহিদ হালিলোভিচের তত্ত্বাবধানে আলজেরিয়ার হয়ে মাঠে নামছেন যারা-এমবোলহি, বেলকালেম, হাল্লিচি, মেসবাহ, ফিগোউলি, ব্রাহিমি, মেদজানি, লিমানি, বেনতালেব, জাবৌ ও মান্দি।
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৪