ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রথম পর্বে ১৩৬ গোল, গড়ে ২.৮৩

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৪
প্রথম পর্বে ১৩৬ গোল, গড়ে ২.৮৩

ঢাকা: বিশ্বকাপের এবারের আসরের গ্রুপ পর্বের নির্ধারিত ৪৮টি খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ২৮ জুন শনিবার ব্রাজিল-চিলি ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে নকআউট পর্বের লড়াই।



গ্রুপ পর্বের নির্ধারিত ৪৮টি ম্যাচে মোট গোল হয়েছে ১৩৬টি। গড়ে ২.৮৩ গোল।

২০ জুন ফ্রান্স-সুইজারল্যান্ড’র মধ্যকার ম্যাচে ৭টি গোল হয়, যা গ্রুপ পর্বে সর্বোচ্চ গোলের ম্যাচ।



এছাড়া ১৩ জুন স্পেন-নেদারল্যান্ড ম্যাচে গোল হয় ৬টি। ২২ জুন দক্ষিণ কোরিয়া-আলজেরিয়া ম্যাচে হয় ৬ গোল।

২৩ জুন ব্রাজিল-ক্যামেরুন ম্যাচে, ২৪ জুন জাপান-কলম্বিয়া ম্যাচে, ২৫ জুন আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে এবং ১৮ জুন অস্ট্রেলিয়া-নেদারল্যান্ড ম্যাচে গোল হয় ৫টি।

আর ৪ গোলের ম্যাচ রয়েছে বেশ কয়েকটি।

এদিকে, গ্রুপ পর্বে সর্বাধিক ৪ গোলের মাধ্যমে গোল্ডেন বুটের দৌঁড়ে এগিয়ে আছেন ব্রাজিলের পোস্টারবয় খ্যাত নেইমার, আর্জেন্টিনার লিওলেন মেসি ও জার্মানির থমাস মুলার। তবে তিনি গোলদাতার তালিকায় রয়েছেন ৬ জন।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, জুন ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।