ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ট্রেনিংয়ে মনোবিদ ডাকলেন স্কলারি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ৩, ২০১৪
ট্রেনিংয়ে মনোবিদ ডাকলেন স্কলারি ছবি: সংগৃহীত

ঢাকা: চিলির সঙ্গে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ের পর ব্রাজিলের কোচ লুই ফেলিপে স্কলারি দলের ট্রেনিং ক্যাম্পে স্কোয়াডের মনোবিদকে ডেকে পাঠিয়েছেন।

নকআউট পর্বে চিলির সঙ্গে পেনাল্টিতে ৩-২ গোলে ম্যাচ জয়ের পর ব্রাজিলের খেলোয়াড়দের অঝোরে কাঁদতে দেখা যায়, প্লেমেকার নেইমারও তাদের মধ্যে ছিলেন।



ম্যাচ শেষে দলের খেলোয়াড়দের কান্না প্রসঙ্গে নেইমার বলেন, ‘চিলির বিপক্ষে উত্তেজনাকর একটি ম্যাচ হয়েছে। তবে দলে মানসিক কোনো সমস্যা নেই। ’

নিজ দেশে বিশ্বকাপের আয়োজন হওয়ায় ব্রাজিল অন্য যেকোনো দলের চেয়ে অনেক বেশি প্রত্যাশার চাপে রয়েছে। শুক্রবার ফর্মের তুঙ্গে থাকা কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনাল নিশ্চিত করতে মাঠে নামতে হবে সেলেকাওদের।

দলের প্রধান খেলোয়াড় হিসেবে নেইমারের ওপর রয়েছে গুরুদায়িত্ব। গ্রুপ পর্বের খেলায় ৪টি গোল করে সমর্থকদের প্রত্যাশা বাড়িয়েও দিয়েছেন।

নিজের প্রসঙ্গে বিশ্বকাপের এই ‘পোস্টার বয়’ বলেন, আমার ওপর ‘হাইলাইট’ রয়েছে- এতে আমি কোনো চাপ বোধ করছি না। আমার সতীর্থরা আমাকে সহযোগিতা করে। দলের কেউ বল দখল করে, কেউ পাস দেয় আবার কেউ বা গোল করে। আমরা সবাই মিলেই একটা দল।

ব্রাজিলে কোনো একক খেলোয়াড় গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, দল চ্যাম্পিয়ন হলো কি-না তাই প্রধান বিবেচ্য বলেও দাবি করেন নেইমার।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।