ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্কলারিকে ধন্যবাদ জানিয়ে বরখাস্ত করুন: জিকো

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪
স্কলারিকে ধন্যবাদ জানিয়ে বরখাস্ত করুন: জিকো লুইজ ফেলিপ স্কলারি

ঢাকা: ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো মনে করেন, প্রথম সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে ব্রাজিলের বিশাল পরাজয়ের দায়ে তাদের ফুটবল কোচ লুইজ ফেলিপ স্কলারিকে বরখাস্ত করা উচিৎ।

ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ খেলা জিকো বলেন, ‘আমাদের অবশ্যই স্কলারিকে ধন্যবাদ দেয়া দরকার।

কিন্তু আমাদের এখন প্রয়োজন তার উত্তরসূরি খুঁজে বের করা। কারণ তিনি ব্রাজিলের ফুটবল খেলার ধরণ বুঝতে পারছেন না। ’

স্কলারির উত্তরসূরি হিসেবে জিকোর প্রথম পছন্দ ব্রাজিলিয়ান মুরিসি রামালহোকে। ৫৮ বছর বয়সী রামালহো এর আগে ২০১০ সালে দুঙ্গার উত্তরসূরি হিসেবে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। তবে ব্রাজিলের পেশাদারি ক্লাব ফ্লুমিন্সের হয়ে চুক্তিবদ্ধ হওয়ায় ব্রাজিল জাতীয় দলের কোচ হতে পারেন নি।

৬১ বছর বয়সী জিকো বলেন, ‘রামালহোকে ছাড়া ব্রাজিল দলের বিকল্প কোনো পথ খোলা নেই। তিনি ব্রাজিলিয়ান ফুটবলারদের তাদের ধরণ অনুযায়ী খেলার কার্যপদ্ধতি অবলম্বন করতে সক্ষম হবেন। ’

স্কলারিকে বরখাস্ত করার কারণ হিসেবে ব্রাজিলের হয়ে ৭১ ম্যাচে ৫২ গোল করা জিকো বলেন, ‘আপনি যদি ব্রাজিলের গত একবছরের খেলোয়াড়দের দিকে তাকান, দেখবেন তারা ক্লাবের হয়ে ভাল কোনো ভূমিকা রাখতে পারছে না। নেইমারকে বার্সেলোনার সাইড বেঞ্চে বেশির ভাগ সময় বসে থাকতে হয়েছিল। অথচ সে ব্রাজিলের সেরা খেলোয়াড়। ’

স্কলারির শিষ্য হিসেবে দলের অন্য খেলোয়াড়রাও তাদের সেরা পারফর্ম মেলে ধরতে ব্যর্থ হচ্ছে বলে মনে করেন সাবেক এ অ্যাটাকিং মিডফিল্ডার। তিনি বলেন, ‘ফ্রেড, মার্সেলো, হাল্ক সবাই অবান্তর খেলা দেখিয়েছে স্কলারির পদ্ধতি অনুসরণ করে। ডেভিড লুইজ এবং অস্কারের মতো খেলোয়াড়রা চেলসির প্রথম একাদশে থাকতে পারেন না। ’

ঐতিহ্যগত ব্রাজিলিয়ান স্টাইলে খেলার পদ্ধতি বাতলে দিতে ব্যর্থ হওয়ায় জিকো তাই স্কলারির উত্তরসূরি খুব দ্রুতই নিয়োগ দেয়ার পরামর্শ দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনকে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ১১ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।