ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

সুয়ারেজকে পাশে চান মেসি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
সুয়ারেজকে পাশে চান মেসি

ঢাকা: পরের মৌসুমে বার্সেলোনা পাঁচ বছরের জন্য উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজের সঙ্গে চুক্তি করতে চাইছে৷ আর সেই চুক্তিকে অভিনন্দন জানিয়েছেন ক্লাবের অন্যতম খেলোয়াড় লিওনেল মেসি।

ইতালির খেলোয়াড় গিওরগিও চিয়েল্লিনির কাঁধে কামড় দিয়ে নয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সুয়ারেজ।

চার মাস সব ধরনের খেলা থেকে বিরত থাকতে হবে তাকে। তা স্বত্তেও উরুগুয়ের এই তারকা ফুটবলারকে ক্লাবে ভিড়াতে চাইছে বার্সেলোনা।

বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর আনদোনি জুবিযারেতা সুয়ারেজের বিষয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নিকট জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে তার পূর্ণ সমর্থন রয়েছে। তিনিও সুয়ারেজকে ক্লাবে চাইছেন।

সুয়ারেজ গত মৌসুমে লিভারপুলের হয়ে অসাধারণ পারফর্ম করেছেন। তবে লিভারপুল সুয়ারেজকে পরের মৌসুমে ছাড়তে চাইছে না।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ৩০ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।