ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

চিলিকে ব্রাজিলের ধাক্কা, তদন্তে নেমেছে ফিফা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
চিলিকে ব্রাজিলের ধাক্কা, তদন্তে নেমেছে ফিফা মরিসিও পিনিল্লা

ঢাকা: গত ২৮ জুন নকআউট পর্বে ব্রাজিল-চিলি ম্যাচে প্রথমার্ধের বিরতি চলাকালে চিলির এক খেলোয়াড়কে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে ব্রাজিল ফুটবল দলের মিডিয়া প্রধান রদ্রিগো পাইভার বিরুদ্ধে। চিলি ফুটবল দলের মিডিয়া কর্মীর করা এমন অভিযোগ তদন্তে নেমেছে ফিফা।



মারিয়া জোসে নামে চিলি ফুটবল দলের ওই মিডিয়া কর্মী অভিযোগ করেন, ম্যাচের প্রথমার্ধের বিরতি চলাকালে মিরিসিও পিনিল্লাকে ধাক্কা (হিট) মারেন ব্রাজিল ফুটবল দলের মিডিয়া প্রধান রদ্রিগো পাইভার।

এ বিষয়ে পাইভার বলেন, ঘটনার সঙ্গে আমি একাই জড়িত নই। পিনিল্লা আমার দিকে ‘তেড়ে’ আসছিলেন। আমি শুধু নিজেকে রক্ষা করেছি।

তিনি আরও বলেন, তারা আমাদের অপমান করছিল। বিষয়টি ছিল নিছক ধাক্কাধাক্কি, লাঞ্ছনা নয়।

দিলিয়‍া ফিশার নামে ফিফার এক কর্মকর্তা বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি।

ওই ম্যাচে পেনাল্টিতে ৩-২ গোলে জয়লাভ করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুন ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।